২০২৩ বিশ্বকাপ পর্যন্ত গাঙ্গুলিকে বিসিসিআইয়ে চান গাভাস্কার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৫ এএম, ২৮ জুলাই ২০২০
২০২৩ বিশ্বকাপ পর্যন্ত গাঙ্গুলিকে বিসিসিআইয়ে চান গাভাস্কার

২০২৩ সালে ভারতে বসবে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ। ওই বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলিকে দেখতে চান দেশটির সাবেক লিটল মাস্টার সুনীল গাভাস্কার। দেশের ক্রিকেটের উন্নতির জন্য গাঙ্গুলিই সেরা ব্যক্তি বলে জানান গাভাস্কার।

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন গাঙ্গুলি। আর ২০১২ সালে সবধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ান তিনি। খেলোয়াড়ী জীবন শেষে ২০১৫ থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (ক্যাব)সভাপতি ছিলেন গাঙ্গুলি। আর গত বছরের অক্টোবরে বিসিসিআই’র সভাপতি হন ভারতের সফল অধিনায়কের তকমা পাওয়া গাঙ্গুলি।

বর্তমানে বিসিসিআইয়ের সভাপতি হিসেবে গাঙ্গুলির মেয়াদ বাড়ানোর জন্য মামলা চলছে সুপ্রিম কোর্টে। ১৭ আগস্ট যার পরবর্তী শুনানি হবে। তবে মামলার ভবিষ্যত যাই হোক না কেন, ২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত বিসিসিআই’র সভাপতি হিসেবে গাঙ্গুলিকে দেখতে চান কিংবদন্তি ওপেনার গাভাস্কার।

মুম্বাইয়ের এক পত্রিকায় ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কার লিখেছেন, ‘বোর্ডের মামলার শুনানি পিছিয়ে দেওয়ায়, ভারতীয় ক্রিকেটে কাজকর্মে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তবে এটি মেনে নিতে হবে, দেশের সর্বোচ্চ আদালতে ক্রিকেটের চেয়েও অনেক বেশি গুরুত্বপূূর্ণ মামলাও রয়েছে। কিন্তু ভারতীয় ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে এই রায়ের দিকে তাকিয়ে আছে।’

গাঙ্গুুলির উপর অগাধ আস্থা থেকেই ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত তাকে সভাপতি পদে দেখতে চান গাভাস্কার। অধিনায়ক হিসেবে তার সাফল্যই বিশ্বাস তৈরি করেছে গাভাস্কারের।

তিনি বলেন, ‘মামলার রায় যাই হোক না কেন, আমি ব্যক্তিগতভাবে গাঙ্গুলি ও তার দলকে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত বোর্ডে দেখতে চাই। আমি বিশ্বাস করি গাঙ্গুলি যেভাবে অধিনায়ক হিসেবে অন্ধকার সময়ে জাতীয় দলকে ট্রাকে ফিরিয়েছিল, ফিরিয়ে এনেছিল ক্রিকেটপ্রেমীদের বিশ্বাস, বোর্ডের প্রশাসনেও গাঙ্গুলির টিম তা করতে পারবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

মুশফিক-মিঠুনদের অনুশীলন ক্যাম্পের মেয়াদ বাড়লো

মুশফিক-মিঠুনদের অনুশীলন ক্যাম্পের মেয়াদ বাড়লো

দুই বছরের জন্য নিষিদ্ধ তরুণ টাইগার পেসার কাজী অনিক

দুই বছরের জন্য নিষিদ্ধ তরুণ টাইগার পেসার কাজী অনিক

মরুর দেশে আইপিএল, খুশি উইলিয়ামসন

মরুর দেশে আইপিএল, খুশি উইলিয়ামসন

মাঠের মানুষ যেহেতু মাঠে যেন ফিরতে পারি : মুশফিক

মাঠের মানুষ যেহেতু মাঠে যেন ফিরতে পারি : মুশফিক