দীর্ঘদিন খেলা বন্ধ থাকার পর ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরে আন্তর্জাতিক ক্রিকেট। মাঠে ক্রিকেট ফিরলেও তখন দর্শক প্রবেশের অনুমতি দেয়নি ব্রিটিশ সরকার। তবে মাঠে ক্রিকেট ফেরানোর বেশ কিছুদিন পর এবার মাঠে দর্শক ফেরালো ইংল্যান্ড।
বেশ কয়েকদিন আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছিলেন, ‘২৬ জুলাই থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট মৌসুম। সেখানেই খেলা দেখার অনুমতি পাবেন দর্শকরা। তাই পাইলট প্রজেক্ট হিসেবে আগামী সপ্তাহে কয়েকটি স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাবে দর্শকরা।’
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কথার বাস্তব রুপও পেয়েছে। যদিও সেটি কোন টেস্ট সিরিজ নয়। লন্ডনের ঐতিহ্যবাহী স্টেডিয়াম ওভালে সারে ও মিডলসেক্সের প্রীতি ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়। দুইদিনের এই প্রীতি ম্যাচে আসন সংখ্যার চেয়েও দশগুণ মানুষ আবেদন করে।
আবেদন করা ১০ হাজারের মাঝ থেকে বাছাই করে ১ হাজার দর্শককে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সারের প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড জানিয়েছেন, ঘণ্টাখানেকের মধ্যে ১০ হাজার আবেদন পেয়েছেন তারা। সেখান থেকেই বেছে নেওয়া হয়েছে ১ হাজার জনকে।
মাঠে দর্শক প্রবেশ করলেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হয় সকলকে। কেবল দুটি স্ট্যান্ডে ছিল দর্শক। একটি সারি ফাঁকা রেখে আরেকটি সারিতে বসানো হয়েছে। এক সারিতেও দুটি আসন ব্যবধানে বসেছেন একজন করে দর্শক। যারা পরিবার নিয়ে খেলা দেখেছেন, তাদের একসঙ্গে সর্বোচ্চ ৬ জন বসার অনুমতি ছিল।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]