মুশফিক-মিঠুনদের অনুশীলন ক্যাম্পের মেয়াদ বাড়লো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৭ পিএম, ২৭ জুলাই ২০২০
মুশফিক-মিঠুনদের অনুশীলন ক্যাম্পের মেয়াদ বাড়লো

প্রাণঘাতি করোনার কারণে টানা চার মাস বন্ধ ছিল ক্রিকেটারদের মাঠের অনুশীলন। তবে ক্রিকেটারদের আবেদনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের মাঠের অনুশীলনের সুযোগ করে দেয়। সপ্তাহব্যাপী চলা সেই অনুশীলনের মেয়াদ আরও দুইদিন বাড়ানো হয়েছে।

১২৩ দিন পর ১৯ জুলাই (রোববার) শুরু হওয়া টাইগার ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন শেষ হয়েছে রোববার (২৬ জুলাই)। মাঝখানে শুক্রবার ছুটি ছিল। প্রাথমিকভাবে চলা সপ্তাহব্যাপী অনুশীলন শেষ হওয়ার পর রোববার রাতে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, চলমান অনুশীলন ক্যাম্প আরও দুইদিন বাড়ানো চলবে।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়, টাইগার ক্রিকেটারদের চলমান ব্যক্তিগত অনুশীলন আরও দুইদিন চলবে। অর্থাৎ, সোম ও মঙ্গলবার (২৭ ও ২৮ জুলাই) তারা অনুশীলন করতে পারবেন। টাইগারদের বর্ধিত এ অনুশীলন শুধুমাত্র ঢাকার মিরপুরে শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ক্রিকেটারদের অনুরোধে চলমান অনুশীলন ক্যাম্পের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানা গেছে। বর্ধিত দুই দিনের জন্য বিসিবি সিডিউলও প্রকাশ করেছে।

ঢাকার মিরপুরসহ দেশের চারটি ভেন্যুতে সপ্তাহব্যাপী টাইগারদের এ ব্যক্তিগত অনুশীলন অনুষ্ঠিত হয়। ১৯ জুলাই (রোববার) থেকে শুরু হওয়া ব্যক্তিগত এ অনুশীলনে প্রথমে ৯ জন যুক্ত হলেও পরে আরও দুইজন যোগ দেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দুই বছরের জন্য নিষিদ্ধ তরুণ টাইগার পেসার কাজী অনিক

দুই বছরের জন্য নিষিদ্ধ তরুণ টাইগার পেসার কাজী অনিক

মাঠের মানুষ যেহেতু মাঠে যেন ফিরতে পারি : মুশফিক

মাঠের মানুষ যেহেতু মাঠে যেন ফিরতে পারি : মুশফিক

মুক্ত হওয়ার আগেই মাঠে ফিরছেন সাকিব

মুক্ত হওয়ার আগেই মাঠে ফিরছেন সাকিব

মিরাজের আশা, খুব তাড়াতাড়িই শুরু হবে খেলা

মিরাজের আশা, খুব তাড়াতাড়িই শুরু হবে খেলা