ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটার কাজী অনিক ইসলাম। মাদক সেবনের দায়ে তাকে এ শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার (২৬ জুলাই) বিসিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বাঁহাতি পেসার কাজী অনিক ইসলামের এ শাস্তি কার্যকর হবে ২০১৯ সালের ৮ ফ্রেবুয়ারি থেকে। অর্থাৎ ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি পর তিনি এ নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন। সেই হিসেবে আর মাত্র সাত মাস পর নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন কাজী অনিক।
যুব বিশ্বকাপে ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে বল করে হৈচৈ ফেলে দিয়েছিলেন বাংলাদেশি তরুণ পেসার কাজী অনিক ইসলাম। পরে অবশ্য জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে ভুল দেখানো হয়েছিল।
২০ বছরেই বিয়ে করে তাক লাগিয়ে দিয়েছিলেন অনিক
২০১৮ সালে জাতীয় ক্রিকেট লিগ খেলাকালীন সময়ে মাদকের এ ঘটনা ঘটে। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ঢাকা মেট্টোর হয়ে খেলা তরুণ এ পেসারকে ম্যাচের পরে (২০১৮ সালের ৬ নভেম্বর) ডোপ পরীক্ষার জন্য নমুনা দিতে বলা হয়।
পরীক্ষা শেষে ২০ ডিসেম্বর তার শরীরে নিষিদ্ধ ওষুধের প্রবল উপস্থিতির কথা জানতে পারে বিসিবি। পরে অনিক নিজের দোষ স্বীকার করে নেন। তবে তাকে নিষিদ্ধ করার বিষয়টি বিসিবি এতো জানায়নি।
এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরের প্লেয়ার্স ড্রাফটে না ছিল অনিকের। তবে পরে তার নাম প্রত্যাহার করে নেওয়া হয়। সে সময় তাৎক্ষণিকভাবে কিছু জানা না গেলেও এবার জানা গেলে ডোপ টেস্টে পজিটিবের খবর।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]