চলতি বছরের ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হবে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সেপ্টেম্বরে আন্তর্জাতিক কোন সূচি না থাকায়, আইপিএলের আগে দক্ষিণ আফ্রিকাকে আতিথেয়তা দিতে চায় ওয়েস্ট ইন্ডিজ।
এ মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার সূচি ছিল দক্ষিণ আফ্রিকার। সফরে দু’টি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল প্রোটিয়াদের। কিন্তু করোনাভাইরাসের কারণে নির্ধারিত সূচিটি স্থগিত হয়। তবে সেপ্টেম্বরে আইপিএলের আগে, সংক্ষিপ্ত করে হলেও দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার সাথে স্থগিত হওয়া সিরিজটি আয়োজন করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। এমনটাই জানিয়েছেন, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভস।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী গ্রেভস বলেন, ‘আইপিএল শুরুর আগে সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা খেলার পরিকল্পনা করছি। সংক্ষিপ্ত করে হলে, সিরিজ আয়োজন করতে চাই আমরা। টি-টোয়েন্টি বা টেস্ট, যেটি আয়োজন করা যায়। এ নিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সাথে আালোচনা চলছে আমাদের।’
তবে আইপিএলের নির্ধারিত সূচির ওপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি দৈর্ঘ্য নির্ভর করছে বলে জানান গ্রেভস, ‘আইপিএলের উপর নির্ভর করছে অনেক কিছুই। কারণ দক্ষিণ আফ্রিকার অনেক টেস্ট খেলোয়াড়ই আইপিএল খেলবে। টেস্ট সিরিজ হলে, সেসব খেলোয়াড়দের পাওয়া যাবে না। তখন টেস্ট সিরিজ খেলা যাবে না। তাই আইপিএলের সূচি দেখেই সিরিজ চূড়ান্ত করা যাবে।’
আইপিএলের আগে আন্তর্জাতিক সিরিজ আয়োজন করলেও সমস্যায় পড়তে হবে ওয়েস্ট ইন্ডিজকে। কারণ ১৮ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। আর ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএল। তাই সিপিএল শেষ হওয়া ও আইপিএল শুরুর মাঝে আটদিন ফাঁকা থাকবে ক্রিকেট আয়োজনের। এই আটদিনে, বা অন্য কোন তারিখে আন্তর্জাতিক সিরিজ কীভাবে আয়োজন ওয়েস্ট ইন্ডিজ, সেটি সময়ই বলে দিবে।
গ্রেভস বলেন, ‘আমাদের জন্য সূচি নির্ধারণ করাটা কঠিনই হবে। তারপরও আমরা সিরিজটি আয়োজনের জন্য সর্বাত্মক চেষ্টা করবো।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]