সম্প্রতি আইসিসির সাবেক সভাপতি শশাঙ্ক মনোহরের পদত্যাগের পর ফাঁকা পড়ে আছে পদটি। কে হচ্ছেন আইসিসির পরবর্তী সভাপতি? এ নিয়ে চারিদিকেই বেশ আলোচনা চলছে। আইসিসির সভাপতি হওয়ার দৌঁড়ে বেশ এগিয়ে আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি।
সৌরভের সভাপতি হওয়া নিয়ে অনেকই পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন। এবার সৌরভের সভাপতি হওয়া নিয়ে কথা বললেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও বর্তমানে এমসিসির সভাপতি কুমার সাঙ্গাকারা। তিনি মনে করেন, সৌরভ গাঙ্গুলি আইসিসির দায়িত্ব নিলে ক্রিকেটের একটা পরিবর্তন আসবে।
কুমার সাঙ্গাকারা বলেন, ‘আমি মনে করি সৌরভ গাঙ্গুলি আইসিসির দায়িত্ব নিলে ক্রিকেটের একটা পরিবর্তন আসবে। আমি তার খুব বড় ভক্ত। শুধু ক্রিকেটার হিসেবে নয়, সাবেক ভারতীয় অধিনায়কের দারুণ ক্রিকেট মস্তিষ্কের জন্যও। সে সবসময় ক্রিকেটের স্বার্থ নিয়ে ভাবে। সেটি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান কিংবা আইসিসির প্রধান যে ভূমিকাতেই হোক না কেন।’
তিনি আরও বলেন, ‘ক্রিকেট খেলাটা সবসময় শিশু,দর্শক ও সমর্থদের ওপর ভিত্তি করে হয়। বিসিসিআইয়ের সভাপতি হওয়ার পর সৌরভের কাজ ও তার বিভিন্ন উদ্যোগ, সবই আমি খেয়াল করেছি। এমসিসি ক্রিকেট কমিটিতেও তাকে দেখেছি। সে সবার সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করতে জানে। আমার মনে হয় আইসিসি সভাপতির দায়িত্ব নিলে সৌরভ খুব ভালো করবে। আমি মনে করি যেকোন বিচারে আইসিসির সভাপতি হিসেবে সৌরভ যোগ্য প্রার্থী।’
এর আগে গ্রায়েম স্মিথ জানিয়েছিলেন, আমার দৃষ্টিকোণ থেকে সৌরভের মতো একজন ক্রিকেটারকে আইসিসির সভাপতি হিসেবে দেখা দারুণ ব্যাপার। এটি খেলার জন্য ভালো হবে। আধুনিক ক্রিকেটের জন্যও এটি ভালো হবে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]