ঘণ্টার পর ঘণ্টা কাঁদতেন ইমাম-উল হক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০২ এএম, ২৭ জুলাই ২০২০
ঘণ্টার পর ঘণ্টা কাঁদতেন ইমাম-উল হক

জাতীয় দলে ‍সুযোগ পাওয়ার পর থেকে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন পাকিস্তানের বা’হাতি ওপেনার ইমাম-উল হক। তবে মাঝে মধ্যে দুই এক ম্যাচ খারাপ খেললেই কথা শুনতে হয় তাকে। প্রায়শই শোনা যায় সাবেক তারকা ক্রিকেটার ও তার চাচা ইনজামাম-উল হকের বদৌলতে দলে জায়গা পান।

মানুষের এমন কটাক্ষ মেনে নিতে পারেন না তিনি। যে কারণে এসব বাক্য সহ্য করতে না পেরে ঘণ্টার পর ঘণ্টা কাঁদতেন এই পাকিস্তানি ওপেনার। সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কষ্টের কথা জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘অভিষেক সিরিজের সময় নানা কটুকথা ও স্বজনপ্রীতির অভিযোগ শুনতে হতো। এতে আমি ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলাম। কিস্তু এই সমস্যার কথা পরিবারকে কখনও জানাইনি। আমার প্রথম সফরে এসব স্বজনপ্রীতির অভিযোগ উঠেছিল। তখন আমাকে একাই খাবার খেতে হতো। আমি যখনই মোবাইল ফোন হাতে নিতাম, দেখতাম সোশ্যাল মিডিয়ায় মানুষ আমাকে ট্যাগ করে নানা বাজে কথা বলছে। অথচ তখনও দলের হয়ে এক ম্যাচ খেলারও সুযোগ হয়নি আমার।’

তিনি আরও বলেন, ‘আমি খুবই মর্মাহত ছিলাম এবং কিছুই বুঝতে পারছিলাম না। তখন কতটা চাপে ছিলাম তা বোঝানো মুশকিল। কারণ অভিষেকের আগেই যদি এসব শুনতে হয় তা হলে পরে কি হবে?’ আমার মনে আছে তখন শাওয়ারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাঁদতাম আর ভাবতাম, এখনও কোনো ম্যাচ খেলিনি আর তাতেই এত কথা! নিজের ওপর এক ধরনের অনাস্থা চলে আসছিল। মনে ভয় ঢুকে গিয়েছিল যে, দলে চান্স পাওয়ার পর যদি পারফর্ম করতে না পারি? আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে প্রথমেই।’

এখন পর্যন্ত পাকিস্তানের জার্সি গায়ে ৩৭টি ওয়ানডে খেলেছেন তিনি। যেখানে ৭ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে প্রায় ৫৪ গড়ে করেছেন ১৭২৩ রান। বর্তমানে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে পাকিস্তান দলের সাথে ইংল্যান্ডেই আছেন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ডেনলিকে নিয়ে ইংল্যান্ডের ভিন্ন পরিকল্পনা

ডেনলিকে নিয়ে ইংল্যান্ডের ভিন্ন পরিকল্পনা

বিয়ের পর প্রথম অনুশীলনে শান্ত

বিয়ের পর প্রথম অনুশীলনে শান্ত

ক্যারিবিয়ানদের ২৬ বছরের অপেক্ষা ঘুচালেন রোচ

ক্যারিবিয়ানদের ২৬ বছরের অপেক্ষা ঘুচালেন রোচ

মিরাজের আশা, খুব তাড়াতাড়িই শুরু হবে খেলা

মিরাজের আশা, খুব তাড়াতাড়িই শুরু হবে খেলা