২০১৪ সালে ইংল্যান্ড সফরে ব্যাট হাতে চরম ব্যর্থ ছিলেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। ৫ টেস্টের ১০ ইনিংসে ১৩ গড়ে ১৩৪ রান করেছিলেন তিনি। ওই সফরে ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে হারে ভারত। শুধুমাত্র টেস্টেই নয় ওই সফরে ওয়ানডেতেও ব্যর্থ হন কোহলি।
তবে ওই সিরিজ শেষ করে দেশে ফিরেই ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের শরনাপন্ন হন কোহলি। টেন্ডুলকারের কাছ থেকে ব্যাটিং টিপস ও পরামর্শ নেন কোহলি। টেন্ডুলকারের পাশাপাশি বর্তমান কোচ রবি শাস্ত্রীর সাথেও আলোচনায় বসেন কোহলি। এমন তথ্য নিজেই দিলেন কোহলি।
ওই সফরে ব্যর্থ হলেও ওই সিরিজকেই ক্যারিয়ারের বড় মাইলফলক বলছেন কোহলি। তিনি বলেন, ‘২০১৪ সালের ইংল্যান্ড সফর আমার জন্য মাইলফলক হয়ে থাকবে। মানুষ সাধারণত ভালো সিরিজগুলোকে নিজের ক্যারিয়ারের মাইলস্টোন হিসেবে বিবেচনা করে। কিন্তু আমি ২০১৪ সালের ইংল্যান্ড সফরকে আমার ক্যারিয়ারের মাইলস্টোন হিসেবে বিবেচনা করছি।’
ব্যর্থতার সিরিজকে কেন মাইলস্টোন বলছেন, সেই ব্যাখাও দিয়েছেন কোহলি। ব্যর্থতার সিরিজ শেষ করে দেশের ফিরেই টেন্ডুলকারের কাছে ছুটে যান কোহলি। তিনি বলেন, ‘ওই সফর থেকে দেশে ফিরে আমি টেন্ডুলকারের সাথে দেখা করি ও দীর্ঘক্ষণ কথা বলি। সিরিজে ব্যর্থতায় আমার আত্মবিশ্বাস কমে যায়। আমি নিজেকে ফিরে পেতে মুম্বাইয়ে টেন্ডুলকারের সাথে কয়েকটি সেশন কাটাই। যা আমার অনেক উপকারে এসেছিল।’
টেন্ডুলকারের পর শাস্ত্রীর সাথেও কাজ করেছিলেন কোহলি। সেই কথাও জানিয়েছেন কোহলি, ‘টেন্ডুলকারের পর শাস্ত্রীর সাথে আলোচনা হয় আমার। শাস্ত্রীও আমাকে সহায়তা করেন। তার রুমে আমাকে ডেকে নিয়ে অনেক টিপস দেন শাস্ত্রী। পরে তার সাথে আলাদা-আলাদা অনুশীলনও করি আমি। তিনি আমার ব্যাটিং নিয়ে অনেক পরামর্শ দেন।’
কোহলি জানান, ‘শাস্ত্রী আমাকে ক্রিজের বাইরে দাঁড়াতে বলেছিলেন। এর পেছনে মানসিকতাটাও বুঝিয়েছেন। তিনি বলেন, তোমার জায়গায় তোমার নিয়ন্ত্রণ থাকা উচিত। তুমি খেলতে এলে যেন কেউ বুঝতে না পারে তুমি সুযোগ দিতে এসেছ। এরপর আমি তার পরামর্শে সেভাবে অনুশীলন শুরু করি। সেভাবে ব্যাটিংয়ে উপকারও পাই।’
টেন্ডুলকার ও শাস্ত্রীর সহায়তা বেশ সহায়ক হয়েছেন কোহলির জন্য। ২০১৪ সালের পর থেকে রানের ফুলঝুড়ি ফুটিয়েছেন কোহলি। বিশ্ব ক্রিকেটে ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম সেরার তকমাটা পেয়ে গেছেন কোহলি।
তিনি বলেন, ‘টেন্ডুলকার ও শাস্ত্রীর সাথে আলোচনার পর আমার নিজের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আমি নিজেকে কোথায় দেখতে চাই এবং দলের জন্য কি করতে চাই, সেই লক্ষ্যই আমি স্থির করেছি। লক্ষ্য স্থির ও আত্মবিশ্বাসে আমার মধ্যে পরিবর্তন এনেছে। ভবিষ্যতে আরও ভালো করতে বদ্ধপরিকর আমি।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]