দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রাণঘাতি এ ভাইরাসের কারণে বন্ধ রয়েছে দেশের ক্রিকেটীয় ইভেন্ট। খেলা বন্ধ এবং মাঠ ব্যবহারের অনুমতি না থাকায় ক্রিকেটাররাও ছিলেন মাঠের বাইরে।
টানা চার মাসেরও (১২৩ দিন) বেশি সময় পর গত ১৯ জুলাই (রোববার) ব্যক্তিগত অনুশীলনের ফিরেছেন টাইগার ক্রিকেটাররা। ঢাকাসহ দেশের মোট চারটি ভেন্যুতে স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন করছেন তারা। এবার সেই অনুশীলনের যুক্ত হলেন টাইগার ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ।
করোনার কারণে নিজ এলাকা খুলনায় অবস্থান করছেন মিরাজ। সেখানেই খুলনা স্টেডিয়ামে নিজের ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন তিনি। মিরাজের অনুশীলন বিষয়ে শনিবার (২৫ জুলাই) বিসিবির পক্ষ থেকে একটি ভিডিও দেওয়া হয়েছে।
৪৪ সেকেন্ডের সেই ভিডিওতে মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, আফটার লং টাইম এ রকম সুযোগ পেয়েছি প্রাকটিস করার জন্য, মাঠে। আমি মনে করি, বর্তমান যে ক্রাইসিস চলছে আশা করি এটা খুব তাড়াতাড়ি ওভারকাম হবে।’
নিজের অনুশীল নিয়ে তিনি বলেন, ‘বর্তমানে ফিটনেস নিয়ে কাজ করছি। কারণ, লাস্ট তিন মাসের মতো ঘরেই বসে ছিলাম। কোন কিছু করতে পারিনি। এখন একটা ভালো অপরচুনিটি হয়েছে, এ জন্য চেষ্টা করছি নিজের যতটুকু সম্ভব ফিটসেনটাকে ধরে রাখার জন্য।’
দেশের করোনা পরিস্থিতি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বলে আশা মিরাজের। বলেন, ‘রানিং-জিম যতটুকু সম্ভব, মাঠ ইউজ করার জন্য ততটুকুই করছি। আশা করি, খুব তাড়াতাড়িই ক্রিকেট ফিরবো এবং সামনে আশা করি খুব তাড়াতাড়ি খেলাধুলা শুরু হয়ে যাবে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]