শিক্ষা নিয়েছেন, এবার শেখাবেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩২ এএম, ২৫ জুলাই ২০২০
শিক্ষা নিয়েছেন, এবার শেখাবেন সাকিব

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ রয়েছেন সাকিব আল হাসান। যা চলতি বছরের ২৯ অক্টোবর শেষ হবে। নিজের এমন ভুল থেকে শিক্ষা নিয়েছেন, একই সঙ্গে অন্যরাও তার এমন ভুল থেকে শিক্ষা নিতে পারবে বলে জানিয়েছেন এ টাইগার অলরাউন্ডার।

চলতি বছরের শুরু থেকেই স্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সেখান থেকেই ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে নিজের নিষিদ্ধ হওয়ার বিষয়ে নানা কথা বলেছেন তিনি।

নিজের ভুল তথা জুয়াড়িদের প্রস্তাব গোপনের ভুল থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করেন সাকিব। বলেন, ‘আপনাকে সত্য বলতে শিখতে হবে। মানুষকে কখনো মিথ্যা বলা বা কিছু লুকিয়ে রাখা যাবে না। যা হয়েছে তা তো হয়েই গেছে। মানুষ মাত্রই ভুল করে। আমরা কেউই শতভাগ সঠিক না।’

সাকিব বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ভুল থেকে আপনি কতটুকু শিক্ষা নিয়েছেন। তাহলেই আপনি অন্যদের ভুল থেকে দূরে থাকতে বলতে পারবেন। তাদেরকে সতর্ক করতে পারবেন। যেন ওই পথে (ভুল পথে) না হাঁটে।’

তিনি বলেন, ‘এ ভুল অন্য কেউ করলে আমি শিখতে পারতাম। যেহেতু আমার সঙ্গে হয়েছে কাজেই অন্যরা এ ভুল থেকে শিক্ষা নেবে। প্রথম দিন থেকেই আমি সত্য বলেছি। আমার কাছে যারা বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছেন তাদের কাছে কিছুই লুকাইনি। সবকিছুর স্পষ্ট ব্যাখ্যা দিয়েছি।’

সাকিব বলেন, ‘আমার ভুল হয়েছে এবং আমি চাই না আমার মতো আর কেউ এ ভুল করুক। আমি এর জন্য ক্ষমা চেয়েছি, এখন সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি চাই আমার ভুল থেকে সবাই শিক্ষা নিক, যেন কেউ এ পথে পা না বাড়ায়।’

সাবেক এই টাইগার অধিনায়ক বলেন, ‘আমি ২১ বছর বয়সে অধিনায়কের দায়িত্ব পেয়েছি। ক্যারিয়ারের শুরুর দিকেই দায়িত্ব পেয়েছি। তখন ভুল করতে বাধ্য ছিলাম। এখন অবশ্যই যতটুকু সম্ভব ভুল কমাতে চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘এখন আমার দুটি বাচ্চা। খেলা এবং জীবনকে আরও ভালো করে বুঝতে পেরেছি। আমি বেশ বদলে গিয়েছি। মানুষ এখন আমাকে আর ভুল করতে দেখবে না। আমার দুই মেয়ে আমার জীবন পুরোপুরি বদলে দিয়েছে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অবসর নিয়ে সাকিবের ভিন্ন পরিকল্পনা

অবসর নিয়ে সাকিবের ভিন্ন পরিকল্পনা

সাকিবের পরিবারে আরও একটি দুঃসংবাদ

সাকিবের পরিবারে আরও একটি দুঃসংবাদ

দ্বিতীয় দ্রুততম স্টোকস, বিশ্ব রেকর্ড গড়ার দৌঁড়ে সাকিব

দ্বিতীয় দ্রুততম স্টোকস, বিশ্ব রেকর্ড গড়ার দৌঁড়ে সাকিব

সাকিবের চোখে আইপিএলের সেরা একাদশ

সাকিবের চোখে আইপিএলের সেরা একাদশ