অস্ট্রেলিয়ার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুললেন শোয়েব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৯ এএম, ২৫ জুলাই ২০২০
অস্ট্রেলিয়ার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুললেন শোয়েব

করোনাভাইরাসের কারণে ইতোমধ্যে স্থগিত হয়েছে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিলের জন্য ভারত এবং অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে আক্রমণ করে বসেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। এমনকি প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার নৈতিকতা নিয়েও।

শোয়েবের অভিযোগের হলো ভারতের আর্থিক শক্তির সামনে মাথা নোয়াচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এমনকি, অতীতের সেই বিতর্কিত ‘মাঙ্কিগেট’ অধ্যায় নিয়েও কটাক্ষ করে তিনি বলেছেন, প্রথমে হইচই করলেও পরে চুপ হয়ে যায় অস্ট্রেলিয়া। ২০০৮ সালে ‘মাঙ্কিগেট’ বিতর্কে হরভজন সিংহ অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। তা নিয়ে তুলকালাম হয়ে যায় ক্রিকেট বিশ্বে।

শোয়েব বলেন, ‘কখনও দেখি ওরা (ভারত) মেলবোর্নে সহজ পিচ পাচ্ছে। কখনও বর্ণবৈষম্যমূলক কথা বলেও ছাড় পেয়ে যাচ্ছে। কারণ, সিরিজ বয়কটের হুমকি দেওয়া হচ্ছে। আমি অস্ট্রেলিয়াকে জিজ্ঞেস করতে চাই, তোমাদের নৈতিকতা কোথায় গেল?’

তিনি আরও বলেন, ‘বল কুড়ানোর জন্য বাচ্চাদের তোমরা শাস্তি দিতে পারো। আবার কেউ আপত্তিজনক কথা বলেও পার পেয়ে গেল। যখন ওরা (ভারত) সিরিজ বয়কটের হুমকি দিল, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বলল, ও রকম কিছু ঘটেনি। এটা কী ধরনের নীতি হল? এত সব নাটক না করে সত্যি কথাটা বলে ফেললেই তো হয় যে, তোমাদের (অস্ট্রেলিয়া) টাকার দরকার। টাকা আসে ভারতীয় বোর্ড থেকে তাই চুপচাপ থাকো।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারত। কিন্তু আমি আগেই বলেছি, ওরা (ভারত) হতে দেবে না। আইপিএলের কোনও ক্ষতি হতে দেওয়া যাবে না, বিশ্বকাপ বাতিল হয় হোক।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ নরকে যাক, আইপিএল হতেই হবে : শোয়েব

বিশ্বকাপ নরকে যাক, আইপিএল হতেই হবে : শোয়েব

শ্রীলঙ্কায় এইচপি দলের প্রশিক্ষণ ক্যাম্প নিয়ে ভাবছে বাংলাদেশ

শ্রীলঙ্কায় এইচপি দলের প্রশিক্ষণ ক্যাম্প নিয়ে ভাবছে বাংলাদেশ

ডি ভিলিয়ার্সের দলে ফেরা নিয়ে মুখ খুললেন ডি কক

ডি ভিলিয়ার্সের দলে ফেরা নিয়ে মুখ খুললেন ডি কক

পাকিস্তানের হয়ে খেলতে না পারার আক্ষেপে পুড়েন তাহির

পাকিস্তানের হয়ে খেলতে না পারার আক্ষেপে পুড়েন তাহির