২০১১ বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে ‘বিক্রি’ করছিল শ্রীলঙ্কা! সম্প্রতি এমন অভিযোগ করেছিলেন শ্রীলঙ্কার তৎকালীন ক্রীড়ামন্ত্রী এবং বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগা। তার এমন অভিযোগের পর তদন্তের নির্দেশ দেয় শ্রীলঙ্কা সরকার।
মাহিন্দানন্দার এমন অভিযোগে সে সময় বেশ চটেছিলেন ওই ফাইনাল ম্যাচের অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও সহ-অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। তার এমন অভিযোগের সত্যতা চেয়ে টুইট করেছিলেন সাবেক এই দুই তারকা। পরবর্তীতে বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে শ্রীলঙ্কা সরকার।
তদন্তের স্বার্থে একে একে জেরা করা হয় কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, ওই ম্যাচের ওপেনার উপুল থারাঙ্গা ও তৎকালীন প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাকে। তাদের জেরা শেষে কোন প্রকার প্রমাণ না পেয়ে তদন্তের ইতি টানে শ্রীলঙ্কা পুলিশ।
তদন্তের এতোদিন পর আবারও মুখ খুললেন কুমার সাঙ্গাকারা। সাম্প্রতিক সময়ে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়ছেন, বিষয়টি তার কাছে হতাশাজনক ছিল, তবে এটি ক্রিকেটের ভালোও করতে পারে ভবিষ্যতে।
সাঙ্গাকারা বলেন, ‘কখনও কখনও হতাশাজনক কিছু বিষয়ের সঙ্গে মজার ব্যাপারও চলে আসে। সম্প্রতি যেমন সাবেক ক্রীড়ামন্ত্রী একটা অসার দাবি করলেন, যার কারণে আমাদের ডাক পড়লো এবং কিছু প্রশ্নের উত্তর দিতে হলো। সত্যিটা বললে, আমিই হই বা নির্বাচক, মাহেলা বা অন্য কেউ, এভাবে যাওয়া ও প্রশ্নের মুখোমুখি হওয়া এবং যা বলা হয়েছে সেটি খেলাটির জন্যই স্বাস্থ্যকর। আমি মনে করি খেলাটা যে কত সম্মানের তা মানুষের বোঝার জন্য এই প্রক্রিয়াটি সত্যিই খুব গুরুত্বপূর্ণ।’
আলুথগামাগে রাজনৈতিক স্বার্থেই বিষয়টিকে ব্যবহার করেছেন বলে দাবি সাঙ্গাকারা। তিনি বলেন, ‘ক্রিকেট খেলাটিতে সেই মানুষদের প্রয়োজন যারা সৎ এবং মন থেকে সত্যটা বলতে ভয় পায় না। কোনও প্রশ্নের উত্তর দেওয়ার সময় আপনি কিছু লুকাবেন না। রাজনীতির কথা যদি বলেন যেখানে রাজনৈতিকভাবে ও নৈতিকভাবে দুর্নীতিপরায়ণ লোকের অভাব নেই এবং তাদের কেউ কেউ যখন ক্রীড়াঙ্গনে সরকারি দায়িত্ব নিয়ে আসে তখন আপনি বুঝতে পারবেন কোথা থেকে এসব আসছে। এবং দ্বিতীয়বার না ভেবেই নির্ভয়ে আপনি বলে দিতে পারবেন তাদের উদ্দেশ্য কী।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]