ইংল্যান্ড যাচ্ছে অস্ট্রেলিয়া, থাকবে না কোয়ারেন্টাইন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৪ এএম, ২৩ জুলাই ২০২০
ইংল্যান্ড যাচ্ছে অস্ট্রেলিয়া, থাকবে না কোয়ারেন্টাইন

করোনা পরবর্তী সময়ে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও এখনও ফেরা হয়নি অস্ট্রেলিয়ার। তবে চলতি বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর যাবে অস্ট্রেলিয়া। আর ওই সফর দিয়েই মাঠে ফিরবে স্মিথ-ওয়ার্নাররা। ওই সফরে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার সূচি রয়েছে অজিদের।

তবে করোনাভাইরাসের প্রার্দুভাব থাকার পরও ইংল্যান্ড সফরে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে না অজিদের । ইংল্যান্ড সরকারের পক্ষ থেকে স্মিথ-ওয়ার্নার-ফিঞ্চদের কোয়ারেন্টাইনে থাকার কোনো নির্দেশনা নেই বলে জানিয়েছে, অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম।

বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান ক্রিকেট দল। ৮ জুন ইংল্যান্ডে পৌঁছে কোয়ারেন্টাইনে থাকে ওয়েস্ট ইন্ডিজ। আর ৮ জুলাই থেকে টেস্ট সিরিজ শুরু করে ক্যারিবীয়রা। আর জুন মাসের শেষের দিকে ইংল্যান্ডে পৌঁছে উপমহাদেশের দল পাকিস্তান। এসেই কোয়ারেন্টাইনে চলে যায় পাকিস্তান। ৫ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করবে পাকিস্তান।

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান দল ইংল্যান্ড সফরে গিয়ে কোয়ারেন্টাইনে থাকলেও অস্ট্রেলিয়াকে থাকতে হবে না। অস্ট্রেলিয়ার গণমাধ্যম তেমনই প্রতিবেদন করেছে। তারা জানিয়েছে, ইংল্যান্ড সরকারের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কোয়ারেন্টাইনে থাকার বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু করবে অস্ট্রেলিয়া। ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরই মধ্যে ইংল্যান্ড সফরের জন্য ২৬ সদস্যের দলও ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের বিক্রিত টিকিটের সমস্যা সমাধান করলো আইসিসি

বিশ্বকাপের বিক্রিত টিকিটের সমস্যা সমাধান করলো আইসিসি

বৃষ্টিও দমাতে পারেনি মুশফিকদের

বৃষ্টিও দমাতে পারেনি মুশফিকদের

আরব আমিরাতে আইপিএল, সিদ্ধান্ত চূড়ান্ত

আরব আমিরাতে আইপিএল, সিদ্ধান্ত চূড়ান্ত

স্টোকসকে যেকোন পরিস্থিতে ব্যবহার করে সফল হওয়া যায় : রুট

স্টোকসকে যেকোন পরিস্থিতে ব্যবহার করে সফল হওয়া যায় : রুট