ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ইংল্যান্ড দলে জায়গা হয়নি অলরাউন্ডার মঈন আলীর। তবে এবার দলের বড় দায়িত্ব পেলেন মঈন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজ শেষে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ড দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ৩৩ বছর বয়সী মঈনকে।
ইংল্যান্ডের প্রধান নিবার্চক অ্যাড স্মিথ বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, ‘আগামী দু’মাসে আমাদের তিনটি দলের সাথে সিরিজ রয়েছে। করোনার মধ্যে সিরিজ হওয়ায়, আমরা এখন তিন ফরম্যাটে আলাদা-আলাদা দল নিয়ে খেলার পরিকল্পনা করছি। তাই টেস্ট দলের সাথে ওয়ানডে বা টি-টোয়েন্টি দলে কিছুটা পরিবর্তন থাকবে।’
তিনি বলেন, ‘মঈন আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাই তাকে ওয়ানডে দলের সহ-অধিনায়ক করা হয়েছে। আশা করি, সে তার দায়িত্বটা ভালোভাবে পালন করবে।’
ইংল্যান্ডে ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেটে বার্মিংহাম ফিনিক্সের অধিনায়ক ছিলেন মঈন। অবশ্য করোনার কারণে ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেটের প্রথম আসরটি মাঠে গড়াতে পারেনি। ফলে অধিনায়ক হিসেবে মাঠেও নামা হয়নি মঈনের। তবে ২০১৮ সালে তার অধীনেই ভাইটালিটি ব্লাস্ট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ওস্টারশায়ার।
আয়ারল্যান্ডের বিপক্ষে ৩০ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শেষ হবে ৪ আগস্ট। আর ৫ আগস্ট থেকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে ইংল্যান্ড।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]