কোয়ারেন্টাইনে থাকতে হবে কোহলিদের, করতে পারবে অনুশীলন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৩ এএম, ২৩ জুলাই ২০২০
কোয়ারেন্টাইনে থাকতে হবে কোহলিদের, করতে পারবে অনুশীলন

চলতি বছরের ডিসেম্বরে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। ইতোমধ্যে ভারতের অস্ট্রেলিয়া সফর নিশ্চিত করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। সেই সাথে কোয়ারেন্টাইনের সময়সীমা সংক্ষিপ্ত করার আহ্বান জানিয়েছিলেন তিনি। তবে অস্ট্রেলিয়াতে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

মঙ্গলবার (২১ জুলাই) অস্ট্রেলিয়া বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নিক হকলি একটি ক্রিকেট ওয়েবসাইটে বলেন, ‘দু’সপ্তাহের কোয়ারেন্টাইন হওয়া ভাল। তবে ক্রিকেটারেরা ওই দু’সপ্তাহ অনুশীলনের সব রকম সুযোগ পাবে। ফলে ওদের প্রস্তুতি ধাক্কা খাবে না।’

এর আগে ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ১৪ দিনের কোয়ারেন্টাইন নিয়ে আপত্তি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমরা আশা করছি, কোয়ারেন্টাইনের সময় সীমা কমানো হবে। কারণ আমরা চাই না, খেলোয়াড়রা এতদূর গিয়ে হোটেলে দু’সপ্তাহ বসে থাকুক। এটি খুবই হতাশাজনক ও হতাশাব্যঞ্জক হবে।’

তিনি আরও বলেছিলেন, ‘আমি বলেছিলাম অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ভালো অবস্থানে রয়েছে। তাই নিজেদের দৃষ্টিকোণ থেকে আমরা সেখানে যাবো এবং আশা করছি কোয়ারেন্টাইনের দিন সংখ্যা কমবে এবং আমরা ক্রিকেটে ফিরে যেতে পারবো।’

এ দিন ক্রিকেট অস্ট্রেলিয়ার বক্তব্য থেকে পরিষ্কার, ওই সময় ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থাও করে দেওয়া হবে। হকলির কথায়, ‘কোয়ারেন্টাইনে থাকাকালীন অনুশীলনের জন্য সেরা ব্যবস্থাই করা হবে।’ এই কোয়ারেন্টাইন-শিবির হওয়ার কথা অ্যাডিলেডে। এও জানা গিয়েছে, আইপিএল খেলে আসা অস্ট্রেলীয় ক্রিকেটারদেরও একই ভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

স্টোকসের কাছে আধিপত্য হারাল হোল্ডার

স্টোকসের কাছে আধিপত্য হারাল হোল্ডার

বিশ্বকাপের হ্যাটট্রিক, ভারতেই ‍দুটি

বিশ্বকাপের হ্যাটট্রিক, ভারতেই ‍দুটি

বিশ্বকাপ স্থগিত, আইপিএল নিয়ে ব্যস্ত ভারত

বিশ্বকাপ স্থগিত, আইপিএল নিয়ে ব্যস্ত ভারত

বুমরাহকে সামলানো বড় চ্যালেঞ্জ : লাবুশেন

বুমরাহকে সামলানো বড় চ্যালেঞ্জ : লাবুশেন