স্টোকসকে যেকোন পরিস্থিতে ব্যবহার করে সফল হওয়া যায় : রুট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০০ এএম, ২২ জুলাই ২০২০
স্টোকসকে যেকোন পরিস্থিতে ব্যবহার করে সফল হওয়া যায় : রুট

অলরাউন্ডার বেন স্টোকসের হাত ধরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে সমতা আনলো স্বাগতিক ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্টে ক্যারিবীয়দের ১১৩ রানের বড় ব্যবধানে হারায় ইংলিশরা। ফলে তিন টেস্টের সিরিজ বর্তমানে ১-১ সমতায় বিরাজ করছে। এরআগে সাউথ্যাম্পটনে সিরিজের প্রথম টেস্ট ৪ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

এক সেঞ্চুরি ও এক হাফ-সেঞ্চুরিতে ২৫৪ রান ও ৩ উইকেট শিকার করেন স্টোকস। তাতে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। স্টোকসের এমন পারফরম্যান্সে মুগ্ধ ইংল্যান্ড অধিনায়ক জো রুট। তাই স্টোকসকে ‘অবিশ্বাস্য’ বললেন রুট। স্টোকসের নেতৃত্বেই সিরিজের প্রথম টেস্ট হারে ইংল্যান্ড। দ্বিতীয় সন্তানের আগমন উপলক্ষ্যে প্রথম টেস্টে দলে ছিলেন না রুট। তবে দ্বিতীয় টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাই সহ-অধিনায়ক হিসেবে দ্বিতীয় টেস্টে খেলেছেন স্টোকস।

প্রথম ইনিংসে ১৭টি চার ও ২টি ছক্কায় ৩৫৬ বলে ১৭৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে ওপেনার হিসেবে নেমে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫৭ বলে অপরাজিত ৭৮ রান করেন স্টোকস। বল হাতে দু’ইনিংস মিলে ৩ উইকেট নিয়েছেন। সেই সাথে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে অলরাউন্ডার তালিকার শীর্ষ স্থানে ওঠে এসেছেন তিনি।

ম্যাচ শেষে স্টোকসের প্রশংসা করতে গিয়ে ইংল্যান্ড অধিনায়ক রুট বলেন, ‘আমার মনে হয়, সে মি. ইনক্রেডিবল। আমি নিশ্চিত, এমন পারফরম্যান্স সে নিয়মিতই করবে। সত্যি বলতে, তার সামর্থ্যের সীমানা হতে পারে আকাশ। সে যেভাবে নিজেকে এগিয়ে নিচ্ছে, এমন পারফরম্যান্স নিয়মিত করতে না পারার কোন কারণ দেখছি না। সে এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকরী খেলোয়াড়। তাকে যেকোন কঠিন পরিস্থিতিতে ব্যবহার করা যায় এবং সুফলও পাওয়া যায়।’

স্টোকস ও সিবলির ব্যাটিং নৈপূণ্যই ম্যাচের মোড় ঘুড়িয়ে দিয়েছে বলে মনে করেন রুট। প্রথম ইনিংসে ৮১ রানে ৩ উইকেট পতনের পর চতুর্থ উইকেটে ২৬০ রানের জুটি গড়েন স্টোকস ও সিবলি। সিবলি ১২০ রানে ফিরলেও স্টোকসের ১৭৬ রানের সুবাদে ৯ উইকেটে ৪৬৯ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।

রুট বলেন, ‘প্রথম ইনিংসে আমরা শুরুতেই সমস্যায় পড়েছিলাম। স্টোকস ও সিবলি দুর্দান্ত ব্যাটিং করেছেন। তাদের দু’টি সেঞ্চুরি আমাদের লড়াই করার পুঁজি এনে দেয়। স্টোকস প্রতিপক্ষকে চাপে রেখেছিল। যার ফলে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা সুবিধা করতে পারেনি। প্রথম ইনিংসের স্কোরই আমাদের জয়ের পথ তৈরি করে দেয়।’

গত টেস্টে পেসার স্টুয়ার্ট ব্রডকে খেলায়নি ইংল্যান্ড। এতে ক্ষোভ জানিয়েছিলেন ব্রড। তবে দ্বিতীয় টেস্টে দলে এসে ৬ উইকেট নিয়েছেন তিনি। তাই ব্রডের প্রশংসা করতেও ভুল করেননি রুট। তিনি বলেন, ‘ব্রডের প্রশংসার কিছু নেই। ব্রড দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। সে আবারও প্রমাণ করেছে দলের জন্য সে কি করতে পারে। ব্রডের সাথে ক্রিস ওকস ও স্যাম কুরানও ভালো করেছে। তাই জয়টা আমাদের জয়টা প্রাপ্র্যই ছিল।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বুমরাহকে সামলানো বড় চ্যালেঞ্জ : লাবুশেন

বুমরাহকে সামলানো বড় চ্যালেঞ্জ : লাবুশেন

মুশফিক-ইমরুলদের সাথে আরও দুই ক্রিকেটার

মুশফিক-ইমরুলদের সাথে আরও দুই ক্রিকেটার

স্থগিত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্থগিত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ

মনোবিদের ক্লাসে নারী ও যুব ক্রিকেটাররা

মনোবিদের ক্লাসে নারী ও যুব ক্রিকেটাররা