ত্রিদেশীয় সিরিজের শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল ম্যাচে বাম হাতের আঙুলে ব্যথা পেয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এর ফলে বাকি টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের আর খেলা হয়নি তার। দুই সিরিজের শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ।
এদিকে আগামী ৬ মার্চ থেকে শ্রীলঙ্কায় শুরু হচ্ছে স্বাগতিকদের সাথে ভারত ও বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশে খেলতে না পারলেও ভাবা হচ্ছিলো নিদাহাস ট্রফিতে খেলবেন সাকিব। তবে শেষও ট্রফিতেও সাকিবের খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
জানা গেছে, সাকিবের বাম হাতের ব্যথা না থাকলে এখনো ইনজুরি পুরোপুরি ভালো হয়নি। যদিও এরি মধ্যে মাঠে অনুশীলন করেছেন এ অলরাউন্ডার।
এছাড়া শ্রীলঙ্কার মাটিতে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলেও ১৫ জনের পরিবর্তে ১৬ জনকে রাখা হয়েছে। কারণ, সাকিব আল হাসানের প্রথম ম্যাচে খেলা প্রায় নিশ্চিতই ধরে নিয়েছে বিসিবি। শোনা যাচ্ছে, আগামী ৪ মার্চ অনুষ্ঠিতব্য ম্যাচে নিয়মিত অধিনায়কের পরিবর্তে দলে নেতৃত্ব দিতে পারেন গত সিরিজে দায়িত্ব পালন করা মাহমুদুল্লাহ।