প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে টানা চার মাস পর মাঠের অনুশীলনে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। সপ্তাহব্যাপী এ অনুশীলন ক্যাম্পে প্রথম দিন রোববার (১৯ জুলাই) ঢাকায় অনুশীলন করেছেন মুশফিক-শফিউলরা। তবে দ্বিতীয় দিন টাইগারদের অনুশীলনে বাধা সৃষ্টি করেছে বৃষ্টি।
প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিন সোমবারও (২০ জুলাই) ঢাকার মিরপুর স্টেডিয়াম ছাড়াও সিলেট ও খুলনায় অনুশীলন করেছেন টাইগার ক্রিকেটাররা। ঢাকায় প্রথম দিনে অনুশীলনে অনুপস্থিত থাকা ইমরুল কায়েস সোমবার অনুশীলনে যুক্ত হয়েছেন।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন রোববার ইমরুল ছাড়া মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলাম ব্যক্তিগত অনুশীলন করেছেন। এদিকে সোমবার অনুশীলনে ইমরুল কায়েস যোগ দিলেও ছিলেন না মুশফিকুর রহিম।
সোমবারের অনুশীলনে মুশফিক ছাড়া ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলাম উপস্থিত ছিলেন। তবে সকাল থেকে বৃষ্টির কারণে মিরপুরের একাডেমি মাঠে রানিং করতে পারেননি তারা। ইনডোরে পর্যায়ক্রমে ব্যাটিং অনুশীলন করেছেন।
আইসিসির গাইডলাইন অনুসরণ ও স্বাস্থ্যবিধি মেনে করোনাকালে ব্যক্তিগত অনুশীলনে আগ্রহ প্রকাশ করেন দেশের ৯ জন ক্রিকেটার। তারা হলেন- মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মেহেদী হাসান, নুরুল হাসান ও নাঈম হাসান।
ঢাকা ছাড়াও চট্টগ্রামের জহুর আহমেদ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম সপ্তাহব্যাপী এ অনুশীলন শুরু হয়েছে।
টাইগার ক্রিকেটারদের আগ্রহে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার ফলে ১২৩ দিন পর রোববার (১৯ জুলাই) খোলা আকাশের নীচে অনুশীলন করতে মাঠে নামের মুশফিক-শফিউলরা। করোনা পরবর্তী টাইগারদের প্রথম ধাপের এ অনুশীলন চলবে এক সপ্তাহ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]