চলতি বছরের শুরুর দিকে শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব হারিয়ে বেকার হয়ে পড়েছিলেন বাংলাদেশের সাবেক কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। এবার সেই বেকারত্ব ঘুচলো তার। অস্ট্রেলিয়ার রাজ্য দল নিউ সাউথ ওয়েলসের সহকারী ও ব্যাটিং কোচ হয়েছেন তিনি।
বাংলাদেশের কোচ হওয়ার জন্য অস্ট্রেলিয়ার রাজ্য দল নিউ সাউথওয়েলস ছেড়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। এরপর শ্রীলঙ্কার দায়িত্ব পালন করে আবার সেই পুরনো ঠিকানাতেই ফিরেলেন লঙ্কান এ কোচ। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত নিউ সাউথয়েলসে ছিলেন হাথুরু।
নিউ সাউথ ওয়েলসের অভিজ্ঞ কোচিং স্টাফে রয়েছেন- সাবেক ওপেনার ও দলটির হেড কোচ ফিল জ্যাকস, বোলিং কোচ নিউজিল্যান্ডের আন্ড্রে অ্যাডামস ও স্পিন কোচ অ্যান্থনি ক্লার্ক। তাদের সাথে এবার ইংলিশ কোচ মাইকেল ইয়ার্ডিরের স্থলাভিষিক্ত হলেন দলটির সাবেক এ কোচ।
নিউ সাউথ ওয়েলসের হেড কোচ ফিল জ্যাকস এক সময় কোচ হাথুরুসিংহের অধীনে খেলেছেন। ফলে নিজের মাস্টারকে এবার সহকর্মী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত তিনি। বলেছেন, ‘দুর্দান্ত একটি বিষয়ই হতে যাচ্ছে চন্ডিকার মতো অভিজ্ঞ একজন আমাদের সঙ্গে থাকবে। আগেও এখানে কাজ করার অভিজ্ঞতা থাকায় এখানকার সংস্কৃতিটা তিনি ভালোভাবেই বুঝেন।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]