আজহারের স্ত্রীর জন্য দর্শককে মারতে গিয়েছিলেন ইনজামাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৬ এএম, ১৯ জুলাই ২০২০
আজহারের স্ত্রীর জন্য দর্শককে মারতে গিয়েছিলেন ইনজামাম

ঘটনাটি ২৩ বছরের আগের, ১৯৯৭ সালে টরন্টোতে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ চলাকালীন সময়ে এক দর্শককে মারতে গ্যালারিতে উঠে গিয়েছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামাম উল হক। সেই সময়ে শোনা গিয়েছিল, তাকে ব্যঙ্গবিদ্রুপ করায় ক্ষুব্ধ হয়ে সেই দর্শককে মারতে ছুটে গিয়েছিলেন ইনজামাম।

২৩ বছর পর সেই ঘটনার ভিতরের খবর প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনিস। তিনি জানিয়েছেন, সাবেক ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের স্ত্রীকে অপমান করাতেই ক্ষেপে গিয়েছিলেন ইনজামাম। সেই দর্শককে উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন তিনি। আর তাই এমনটা করেছিলেন।

টরন্টোতে তখন ভারত ও পাকিস্তানের মধ্যে সাহারা কাপ অনুষ্ঠিত হতো। ১৯৯৭ সালের সাহারা কাপের দ্বিতীয় ম্যাচে ঘটে এমন ঘটনা। ইনিংসের ১৬তম ওভারে দেখা যায় এক দর্শককে ব্যাট দিয়ে মারার চেষ্টা করছেন ইনজামাম। এত দিন পরে সেই ঘটনা প্রসঙ্গে ওয়াকার ইউনিস বলেন, ‘দর্শকদের মধ্যে থেকে ইনজামামকে ‘আলু’ বলে ডাকা হচ্ছিল। দর্শকদের মধ্যে কেউ কেউ আজহারউদ্দিনের স্ত্রী সম্পর্কে খারাপ কথাও বলছিল। ইনজামামের সেটা ভাল লাগেনি।’

দুই দেশের মাঠের লড়াই মাঠেই সীমাবদ্ধ থাকতো। মাঠে লড়াইয়ে শত্রুতা থাকলেও ক্রিকেটারদের মধ্যে খুবই ভাল বন্ধুত্ব ছিল। ওয়াকার বলেন, ‘আমরা মাঠে একে অপরের প্রতিপক্ষ ছিলাম ঠিকই কিন্তু আমাদের মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল। গ্যালারি থেকে কেউ এক জন আজহারের স্ত্রী সম্পর্কে বাজে কথা বলেছিল। সেই সময়ে সম্ভবত সেলিম মালিক অধিনায়ক। ওকে বলে ফাইন লেগে ফিল্ডিং করতে গিয়েছিল ইনজামাম। টুয়েলভথ ম্যানকে ডেকে একটা ব্যাট নিয়েছিল। সেই ব্যাট নিয়ে তেড়ে গিয়েছিল ইনজামাম।’

সেই ঘটনার জন্য আদালতেও যেতে হয়েছিল ইনজামামকে। সেই ঘটনার জন্য তাকে ক্ষমা চাইতে হয়েছিল। এছাড়া দুই ম্যাচের জন্য নিষিদ্ধও হয়েছিলেন তিনি। ওয়াকার বলেন, ‘ইনজামামকে এর জন্য মূল্য চোকাতে হয়েছিল। ওকে ক্ষমা চাইতে হয়েছিল। আজহার সেই সময়ে ওই ভারতীয় দর্শকের সঙ্গে কথা বলে বিষয়টা মিটমাট করে নিয়েছিল।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এখনও ভারতের হয়ে টেস্টে রান করতে পারব : গাঙ্গুলি

এখনও ভারতের হয়ে টেস্টে রান করতে পারব : গাঙ্গুলি

আর্চারের ভুল, বড় অঙ্কের ক্ষতি থেকে বাঁচলো ইংল্যান্ড

আর্চারের ভুল, বড় অঙ্কের ক্ষতি থেকে বাঁচলো ইংল্যান্ড

ইংল্যান্ডের প্রটোকলে খুশি নন হোল্ডিং

ইংল্যান্ডের প্রটোকলে খুশি নন হোল্ডিং

অস্ট্রেলিয়াকে সাবধান করলেন গম্ভীর

অস্ট্রেলিয়াকে সাবধান করলেন গম্ভীর