চলে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক ব্যারি জার্মান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার (১৮ জুলাই) ৮৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯৫৯ থেকে ১৯৬৯ পযর্ন্ত অস্ট্রলিয়ার হয়ে ১৯টি টেস্ট খেলেছেন এ উইকেটরক্ষক ও ব্যাটসম্যান। এছাড়া ঘরোয়া ক্রিকেটে তার প্রধান অবলম্বন ছিল দক্ষিণ অস্ট্রেলিয়া। দলটির হয়ে ১৩ মৌসুমে ১৯১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এ অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৯৫৯ সালে জার্মানের টেস্ট অভিষেক হয় ব্যারি জার্মানের। ভারতে বিপক্ষে কানপুরেে ওই টেস্টে কুইন্সল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ওয়ালি গ্রাউটের পরিবর্তে নির্বাচকরা তাকে সফরে পাঠান।
১৯৬৭-৬৮ মৌসুমে দলের নিয়মিত মুখ হয়ে ওঠেন জার্মান। ছিলেন অ্যাশেজে ইংল্যান্ড সফরেও। এমনকি চোটের কারণে সেবার বিল লরি খেলতে না পারলে হেডিংলি টেস্টে দলকে নেতৃত্ব দেন তিনি। অবসরে যাওয়ার আগে ঘরের মাঠ অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের ১৯তম ও শেষ টেস্ট খেলেন ব্যারি জার্মান।
অস্ট্রেলিয়ান পুরুষদের টেস্ট দলের ৩৩তম অধিনায়ক ব্যারি জার্মান চলে যাওয়ায় গভীর শোক প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। একই সঙ্গে তার স্ত্রী গায়েনর এবং সন্তান ক্রাইস্টেন, গ্যাভিন, জেসন এবং ইরিনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]