করোনার কারণে এমনিতেই আর্থিক ক্ষতির মুখে ক্রিকেট বোর্ডগুলো। এমতাবস্থায় আট বছর আগে আইপিএলের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন দল ডেকান চার্জার্সের করা এক মামলায় হেরে গেল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুধু মামলায় হারই নয়, সেই সাথে ৪৮০০ কোটি রুপি জরিমানা গুণতে হচ্ছে বিসিসিআইকে।
হায়দ্রাবাদ ভিত্তিক মিডিয়া গ্রুপ ডিসিএইচএল বিসিসিআইকে ১০০ কোটি ব্যাংক রুপির গ্যারান্টি দিতে ব্যর্থ হয়েছিল। তাদের এই ব্যর্থতার পর আইপিএলে তাদের দল ডেকান চার্জার্সকে সরিয়ে দেয় বিসিসিআই। তবে বিসিসিআইয়ের সিদ্ধান্তে খুশি হতে পারেননি ডিসিএইচএলের কর্তারা।
২০১২ সালে আইপিএল থেকে ডেকানকে অন্যায়ভাবে বাদ দেয় বিসিসিআই, এমন দাবি করে বিসিসিআইয়ের বিরুদ্ধে মামলা করেছিল ডিসিএইচএল। দীর্ঘ আট বছর পর শুক্রবার (১৭ জুলাই) মামলার রায় আসে। যেখানে মামলায় হেরে ৪৮০০ কোটি রুপি জরিমানা গুণতে হচ্ছে বিসিসিআইকে।
হাইকোর্ট দুই পক্ষের সমস্যা নিরসনের জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সিকে ঠক্কারকে নিযুক্ত করে। তার কল্যাণেই দীর্ঘ আট বছর পর এ মামলার রায় আসে। যেখানে জয়ী হয় ডেকান চার্জার্সের মালিক কোম্পানি ডেকান ক্রনিক্যাল হোল্ডিংস (ডিসিএইচএল)।
উল্লেখ্য, আইপিএলের দ্বিতীয় আসরে অর্থাৎ ২০০৯ সালে চ্যাম্পিয়ন হয় ডেকান চার্জার্স। তাদেরকে সরিয়ে দেওয়ার পর নতুন দল হিসেবে আইপিএলে যোগ দেয় বর্তমান সানরাইজার্স হায়দ্রাবাদ। যাদের মালিকানার দায়িত্বে আছে সান টিভি নেটওয়ার্ক।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]