এখনও ভারতের হয়ে টেস্টে রান করতে পারব : গাঙ্গুলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৪ এএম, ১৮ জুলাই ২০২০
এখনও ভারতের হয়ে টেস্টে রান করতে পারব : গাঙ্গুলি

ভারতের সাবেক সফল অধিনায়ক ও দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারে যতটা সুনাম কুড়িয়েছেন, তার চেয়ে বেশি সুনামকুড়িয়েছেন অধিনায়ক হিসেবে। ভারতের সফল অধিনায়কের তকমাটা পেয়েছেন তিনি। ২০০০ সালে দলের দায়িত্ব পেয়ে খাদের কিনারা থেকে ভারতকে টেনে তুলেন তিনি। তার নেতৃত্বে ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপে রানার্স-আপ হয় ভারত।

২০০৮ সালে টেস্ট ম্যাচ দিয়ে ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি। ২০০৭ সালে ওয়ানডে থেকেও বিদায় দেন তিনি। তবে হঠাৎ করেই সাবেক এ অধিনায়ক জানালেন এখন ফুরিয়ে যাননি তিনি। জানালেন তিন মাস সময় পেলে এবং রঞ্জি ট্রফিতে কয়েকটা ম্যাচ খেললে টেস্ট ক্রিকেটে এখনো রান করতে সক্ষম তিনি।

ভারতের হয়ে ব্যাট হাতে ও অধিনায়ক হিসেবে সফল হওয়ার পরও হঠাৎ করেই ক্রিকেটকে বিদায় বলতে হয় গাঙ্গুলিকে। তাই হয়তো বা এখন আক্ষেপই হচ্ছে তার। ব্যাটসম্যান হিসেবে দলের জন্য আরও রান করতে পারতেন বলে জানালেন গাঙ্গুলি।

তিনি বলেন, ‘আমাকে যদি আরও দু’টি ওয়ানডে সিরিজ খেলতে দেওয়া হতো, আমি আরও বেশি রান করতাম। নাগপুরে অবসর না নিলে পরের দু’টেস্ট সিরিজেও রান করতাম। এমনকি এখনও যদি আমাকে ছয় মাস অনুশীলন করতে দেওয়া হয়, রঞ্জিতে তিনটা ম্যাচ খেলতে দেওয়া হয়, আমি ভারতের হয়ে টেস্টে রান করতে পারব। আমার ছয় মাসও লাগবে না, আমাকে তিন মাস সময় দিলেই আমি রান করবো।’

২০০৮ সালে জাতীয় দল থেকে অবসর নিলেও ২০১১ সালে সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেন গাঙ্গুলি। ২০০৭ বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর তাকে দল থেকে বাদ দেওয়া হয়। ওভাবে বাদ পড়াটা এখনও মানতে পারেন না গাঙ্গুুলি। তিনি বলেন, ‘ওভাবে বাদ পড়াটা ছিল অবিশ্বাস্য। ওই বছরে সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন ছিলাম আমি। তারপরও আমাকে বাদ দেওয়া হয়। আমাকে এখনও ওভাবে বাদ পড়াটা কষ্ট দেয়।’

১৯৯২ সালে ওয়ানডে দিয়ে ভারতের হয়ে অভিষেক হয় গাঙ্গুলির। দেশের হয়ে ব্যাট হাতে সাফল্যই পেয়েছেন তিনি। অবসর নেওয়ার আগে ১১৩ টেস্টে ৭,২১২ ও ৩১১ ওয়ানডেতে ১১,৩৬৩ রান করেছেন গাঙ্গুলি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলিদের প্রস্তুতি নিয়ে বিসিসিআই’র ভাবনায় বিদেশ

কোহলিদের প্রস্তুতি নিয়ে বিসিসিআই’র ভাবনায় বিদেশ

এসএসসি’র ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে মাহেলা

এসএসসি’র ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে মাহেলা

দলের সাথে করোনামুক্ত ভাট্টি

দলের সাথে করোনামুক্ত ভাট্টি

রাবাদার পরিবর্তে দলে এনটিনি পুত্র থান্ডো

রাবাদার পরিবর্তে দলে এনটিনি পুত্র থান্ডো