অস্ট্রেলিয়াকে সাবধান করলেন গম্ভীর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৯ এএম, ১৮ জুলাই ২০২০
অস্ট্রেলিয়াকে সাবধান করলেন গম্ভীর

চলতি বছরের ডিসেম্বরে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। আসন্ন ওই সিরিজে ভারত জয়ী হবে বলে মনে করেন ভারতের সাবেক বাঁ’হাতি ওপেনার গৌতম গম্ভীর। তিনি জানান, গত সফরের মতো এবারের সফরেও সিরিজ জয়ের স্বাদ পাবে ভারত।

২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে চার ম্যাচের সিরিজ খেলেছিল ভারত। যেখানে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। তাতে ৭০ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের স্বাদ নেয় ভারত। ওই সফরের পুনরাবৃত্তি করবে বিরাট কোহলির দল। এমনটাই মনে করেন গম্ভীর।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন, ‘আমি নিশ্চিত সর্বশেষ সফরের সাফল্যকে সঙ্গী করে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। ভারতের এই সাফল্যে অজিরা চাপে থাকবে। অস্ট্রেলিয়াকে কঠিন চ্যালেঞ্জ দিবে ভারত। ফেভারিট হিসেবেই সিরিজ শুরু করবে কোহলি-রোহিতরা। তাই এবারও সিরিজটি নিজেদের করে নিবে ভারত।’

গম্ভীর মনে করছেন ভারতীয় দলটি যথেষ্ঠ ভারসাম্যপূর্ণ, যারা অস্ট্রেলিয়ার কন্ডিশনে ভালো খেলতে সক্ষম। ভারতের পেসাররা এবারও দলকে সাফল্য এনে দিবে বলে জানান তিনি, ‘ভারতের পেসাররা এখন অনেক বেশি অভিজ্ঞ। কয়েক বছরে বিশ্বমঞ্চে নিজেদের জাত চিনিয়েছে তারা। অস্ট্রেলিয়া সফরেও ভারতের পেসাররা দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’

এ বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। তবে করোনার কারণে বিশ্বকাপটি স্থগিত হতে পারে। যদিও আইসিসি এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে আইসিসি সেরা সিদ্ধান্তটাই নিবে বলে জানান গম্ভীর।

তিনি বলেন, ‘এটি অনেক বড় আসর। এসব আসর নিয়ে ভেবেচিন্তে এবং সঠিক সিদ্ধান্তই নিতে হয়। আমি নিশ্চিত, আইসিসিও সঠিক সিদ্ধান্ত নিবে। সবার সবদিক বিবেচনা করেই আইসিসি সিদ্ধান্ত নিবে, এটা সকলের কাম্য।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দলের সাথে করোনামুক্ত ভাট্টি

দলের সাথে করোনামুক্ত ভাট্টি

রাবাদার পরিবর্তে দলে এনটিনি পুত্র থান্ডো

রাবাদার পরিবর্তে দলে এনটিনি পুত্র থান্ডো

আকবরদের নিয়ে ছক কষছে বিসিবি

আকবরদের নিয়ে ছক কষছে বিসিবি

ডিসেম্বরে বিগ ব্যাশ, দিনক্ষণ চূড়ান্ত

ডিসেম্বরে বিগ ব্যাশ, দিনক্ষণ চূড়ান্ত