চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠ রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্টে ম্যাচে হ্যাটট্রিক করেন পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ। সবচেয়ে কম মাত্র ১৭ বছর বয়সে হ্যাটট্রিক করে রেকর্ড গড়ার উৎসাহী হয়ে আরও বড় স্বপ্ন দেখছেন এ ডানহাতি পেসার। এবার ‘স্বপ্নের হ্যাটট্রিক’র কথাও জানালেন তিনি।
কোন-কোন ব্যাটসম্যানকে পরপর তিন বলে আউট করে স্বপ্নের হ্যাটট্রিক করতে চান তা জানালেন নাসিম। তিনি জানান, ভারতের রোহিত শর্মা, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও ইংল্যান্ডের জো রুটকে পরপর তিন বলে আউট করে হ্যাটট্রিক করতে চান তিনি।
হ্যাটট্রিক করার জন্য রোহিত,স্মিথ ও রুটকে কেন বেছে নিয়েছেন সেটিও জানান নাসিম। তিনি বলেন, ‘ভারতের রোহিত সব ধরনের শট খেলার সক্ষমতা রাখে। শর্ট বল, গুড লেংথ বল, সব ধরনের ডেলিভারি খুব ভালো খেলতে পারেন তিনি। তার রেকর্ডই তার হয়ে কথা বলে। রোহিতের উইকেট পাওয়াটা আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।’
অস্ট্রেলিয়ার স্মিথকে টেকনিকের জন্য বেশি পছন্দ নাসিমের। তিনি বলেন, ‘স্টিভেন স্মিথের ব্যাটিং টেকনিক সবার থেকে আলাাদা। তাকে আউট করাটা কঠিন এক কাজ। তবে তা করতে পারলে দারুণ হবে। সে ফর্মে থাকলে তাকে আউট করা সবার জন্যই কঠিন। তবে পরিকল্পনা অনুযায়ী বল করতে পারলে কঠিন কাজও সম্ভব।’
ইংল্যান্ডের রুট ঠান্ডার মেজাজের খেলোয়াড় বলে মন্তব্য করেন নাসিম। আর এই ব্যাটসম্যানকেই আউট করতে চান তিনি। তিনি বলেন, ‘রুটের কথা কী বলব। দারুণ এক খেলোয়াড়। শান্ত মেজাজের খেলোায়াড়। পরিস্থিতি বুঝে খেলতে পারে সে। তাকে আউট করাটাও খুব কঠিন কাজ। এজন্যই তাকে রেখেছি তালিকায়। কারণ কঠিন ব্যাটসম্যানদের আউট করাটাই চ্যালেঞ্জের।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]