শ্রীলঙ্কার সিংহলিজ স্পোর্টস ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। টানা ১০ বছর এই দায়িত্বে থাকা সামান্তা দোদানবেলার স্থলাভিষিক্ত হলেন তিনি।
মঙ্গলবার (১৪ জুলাই) সিংহলিজ স্পোর্টস ক্লাব প্রাঙ্গণে এক বার্ষিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। যেখানে উপস্থিত সকলেই মাহেলাকে চেয়ারম্যান দায়িত্ব দেওয়ার প্রস্তাবে একমত পোষণ করেন। এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে সরাসরি ক্লাবের নির্বাহী কমিটিতে অংশগ্রহণের সুযোগ পাবেন তিনি।
১৯৯৭ সালে মাত্র ১৭ বছর বয়সে সিংহলিজ স্পোর্টস ক্লাবে যোগ দিয়েছিলেন জয়াবর্ধনে। এসএসসি'তে যোগ দেওয়ার বছরই জাতীয় দলের হয়ে খেলার জন্য ডাক পান মাহেলা। পুরো ক্যারিয়ার জুড়ে এসএসসি’তে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন তিনি।
প্রায় ১২ দশকের বেশি সময় ধরে চলতে থাকা ক্লাবটি জাতীয় দলে প্রতিনিধিত্ব করার মতো বেশ কিছু ক্রিকেটার তৈরি করেছে। যারা কি-না পরবর্তীতে জাতীয় দলের প্রতিনিধিত্বও করেছে। ঘরোয়া ক্রিকেটে মোট ৩২টি ট্রফি জিতেছে ক্লাবটি। যার সর্বশেষটি ২০১৬/১৭ মৌসুমে।
বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচের দায়িত্ব পালন করছেন তিনি। ১৯৯৭ সালে শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টেস্টে অভিষেক হয় মাহেলার। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রান করেন তিনি। এছাড়া ওয়ানডেতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান করেন তিনি।
২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা দলের সদস্য ছিলেন মাহেলা। খেলেছেন ২০০৯ ও ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের হয়েও। ২০০৭ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের সদস্য ছিলেন তিনি। আর ২০০৭ সালে আইসিসির বছরের সেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি।
দীর্ঘদিনের ক্যারিয়ারে শ্রীলঙ্কার হয়ে ১৪৯ টেস্ট, ৪৪৮ ওয়ানডে ও ৫৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে রান করেছেন যথাক্রমে ১১৮১৪, ১২৬৫০ ও ১৪৯৩।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]