প্রাণঘাতি করোনাভাইরাসের মাঝেই ১৮ আগস্ট (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ষষ্ঠ আসর। ছয় দলের এ টুর্নামেন্টের ইতোমধ্যে অনুষ্ঠিত নিলামে দল পায়নি কোন বাংলাদেশি ক্রিকেটার। তবে নিলাম ছাড়াও খেলার প্রস্তাব পেয়ে না করে দিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।
নিলামে ডাক না পেলেও পরবর্তীতে একটি ফ্র্যাঞ্চাইজি থেকে ডাক পেয়েছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। ৯০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭৬ লাখ টাকারও বেশি) পারিশ্রমিকের প্রস্তাব পেয়েও মানা করে দিয়েছেন তিনি। বুধবার গণমাধ্যমকে তামিম ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তামিম বলেন, প্রস্তাবটি যথেষ্ট আকর্ষণীয় ছিল। না বলার আগে অনেক কিছু ভাবতে হয়েছে। প্রথমত, দেশের করোনা পরিস্থিতি এখনো খুব ভালো না। খেলতে যাওয়ার পর পরিবারের কেউ করোনায় আক্রান্ত হলে দ্রুত ফিরে আসা কঠিন। এছাড়া ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জসহ সারা বিশ্বের বিমান যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি।
তিনি আরও বলেন, ঈদের পর ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাও ভাবতে হয়েছে। ক্লাব আমাকে ঘিরেই দল ও পরিকল্পনা সাজিয়েছে। সবকিছু মিলিয়েই না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
২০১৩ সালে সিপিএলে সেন্ট জুকসের হয়ে খেলেছিলেন তামিম। তবে এবার কোন দল থেকে প্রস্তাব পেয়েছিলেন তা জানাননি তিনি।
এদিকে করোনার কারণে সিপিএলের ৩৩ ম্যাচের সবগুলো ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয় অনুষ্ঠিত হবে। সব দলের ক্রিকেটার ও টুর্নামেন্ট সংশ্লিষ্ট সবাইকে একই হোটেলে রাখা হবে। ১৮ আগস্ট শুরু হওয়া সিপিএলের এবারের আসর শেষ হবে ১০ সেপ্টেম্বর।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]