অনুশীলনে বিসিবির সায়, মাঠে ফিরছেন মুশফিকরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৯ এএম, ১৬ জুলাই ২০২০
অনুশীলনে বিসিবির সায়, মাঠে ফিরছেন মুশফিকরা

ফাইল ফটো

হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবশেষে টাইগার ক্রিকেটারদের একক অনুশীলনে অনুমতি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে করোনার মাঝে স্বাস্থ্য সুরক্ষায় বিষয়টি ক্রিকেটারদের নিজেদেরই নিশ্চিত করতে হবে।

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মার্চের মাঝামাঝি থেকে বন্ধ হয়ে আছে সবধরনের ক্রিকেটীয় কার্যক্রম। অন্যান্য দেশ যখন ক্রিকেটারদের অনুশীলনে ফিরিয়েছে তখন বাংলাদেশি ক্রিকেটারদের মাঠে ফেরাতে পারেনি বিসিবি। সেই সাথে বিসিবির কার্যালয় করোনার রেড জোনে পড়ায় তা এখন বন্ধ রয়েছে।

বেশ কিছুদিন আগে এককভাবে অনুশীলন করতে বিসিবির কাছে অনুমতি চেয়েছিলেন মুশফিকুর রহিম। সে সময় অনুমতি দেয়নি বিসিবি। তবে সম্প্রতি বাড্ডায় ফোর্টিস স্পোর্টস গ্রাইন্ডে  অনুশীলন শুরু করেছেন মুশফিক।

এদিকে সম্প্রতি ৩৫ জন ক্রিকেটার নিয়ে অনলাইন বৈঠক করেছে বিসিবি। সেখানে বিসিবি জানিয়েছে, ক্রিকেটাররা চাইলে একক অনুশীলনের জন্য শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ব্যবহার করতে পারবে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, আমরা ক্রিকেটারদের সাথে কথা বলেছি এবং তাদের বলেছি যে, তারা যদি সুবিধাটি ব্যবহার করতে চায় তাহলে ঈদের আগে থেকেই ব্যবহার করতে পারবে।

তিনি বলেন, আমরা যা দেখেছি তাতে বেশিরভাগ ক্রিকেটার তাদের বাড়ি থেকে বের হতে আগ্রহী নন। আমরা এখানে-সেখানে বেশ কয়েকজন ক্রিকেটারকে অনুশীলন করতে দেখেছি। তাই আমরা বলেছি যে, তারা আমাদের সুবিধাটি ব্যবহার করতে পারে। তবে তাদের উচিত আমাদের প্রশিক্ষক সাথে রেখে স্বাস্থ্য সতর্কতা বজায় রেখে অনুশীলন করা।

তিনি আরও বলেন, প্রথমত, তারা আমাদের ক্রিকেট অপারেশন্সের সাথে কথা বলবে। পরে আমাদের ক্রিকেট অপারেশন্স তাদের সময়-সূচি ঠিক করার জন্য মেডিকেল টিমের সাথে কথা বলবে। আর তারা খেয়াল রাখবে ক্রিকেটাররা কীভাবে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে পারে।

যদিও এর আগে জানানো হয়েছিল ঈদের আগে টাইগারদের মাঠে ফেরানো হচ্ছে না। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছিলেন, কন্ডিশনিং ক্যাম্পের জন্য আমরা নির্বাচক প্যানেল ৩৮ জনের একটা পুল তৈরি করেছিলাম। যখনই ক্যাম্প শুরু হবে প্লেয়ারদের ডাকা হবে। আশা করছি, আগস্টের মাঝামাঝি থেকে শুরু করতে পারব।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জীবন বদলে গেছে : মরগান

জীবন বদলে গেছে : মরগান

দলে ফিরে অধিনায়কত্ব না পাওয়ায় হতাশ স্যাটার্থওয়েট

দলে ফিরে অধিনায়কত্ব না পাওয়ায় হতাশ স্যাটার্থওয়েট

বাড়িতে শরীর চর্চা করেই ফিট টাইগার ক্রিকেটাররা : দাবি বিসিবির

বাড়িতে শরীর চর্চা করেই ফিট টাইগার ক্রিকেটাররা : দাবি বিসিবির

চলতি সপ্তাহে ক্রিকেট ফিরছে নিউজিল্যান্ডে

চলতি সপ্তাহে ক্রিকেট ফিরছে নিউজিল্যান্ডে