সন্তান প্রসবের পর মাতৃকালীন ছুটি শেষে আবারও দলের সাথে যোগ দিয়েছেন নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের অলরাউন্ডার ও নিয়মিত অধিনায়ক অ্যামি স্যাটার্থওয়েট। তবে দলে ফিরে অধিনায়কত্বের দায়িত্ব না পেয়ে সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়ায় হতাশ স্যাটার্থওয়েট।
গত বছর প্রথম সন্তান প্রসবের সময় দল থেকে ছুটি নেন স্যাটার্থওয়েট। তার অবর্তমানে অস্থায়ীভাবে অধিনায়কত্বের দায়িত্ন দেওয়া হয় সোফি ডিভাইনকে। তবে সম্প্রতি অস্থায়ী থেকে স্থায়ীভাবে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় ডিভাইনকে আর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় নিয়মিত অধিনায়ক স্যাটার্থওয়েটকে।
সহ-অধিনায়কের দায়িত্ব পেয়ে কিছুটা হতাশ তিনি। তবে তিনি জানিয়েছেন, তিনি খেলাতে মনোনিবেশ করতে চান আর বর্তমান অধিনায়ক ডিভাইনকে পূর্ন সমর্থন দিতে চান। আর সেটির জন্য তিনি অপেক্ষা করছেন।
তিনি বলেন, ‘অধিনায়কত্ব ধরে রাখতে না পারা স্পষ্টতই হতাশাজনক ছিল। তবে গত বছরের সেই সুযোগটি আমি সত্যিই উপভোগ করেছি এবং দেশের হয়ে নেতৃত্ব দেওয়া সবসময়ের জন্যই সম্মানের।’
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারার ক্ষেত্রে আমি এক অন্য রকম চ্যালেঞ্জ দেখেছি এবং ভবিষ্যতে যে সব চ্যালেঞ্জ রয়েছে তার জন্য আমি মুখিয়ে। আমি সোফিকে সমর্থন করার প্রত্যাশায় আছি।’
২০২১ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ নিয়ে তিনি বলেন, ‘ঘরের মাঠে বিশ্বকাপের চেয়ে আর ভালো কিছু না, তাই না? আমরা সত্যিই এটির অপেক্ষায় আছি। তবে আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে এবং এটির জন্য এগিয়ে চলতে হবে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]