রিভিউ সিস্টেমে পরিবর্তন চান শচীন-লারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৭ এএম, ১৩ জুলাই ২০২০
রিভিউ সিস্টেমে পরিবর্তন চান শচীন-লারা

বর্তমানে ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) যে নিয়ম রয়েছে তাতে খুশি নন বিশ্ব ক্রিকেটের দুই কিংবদন্তি ভারতের শচীন টেন্ডুলকার ও ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা। ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) আরও পরিবর্তন চান শচীন ও লারা।

সম্প্রতি অনলাইন লাইভে নিজেদের মধ্যে ক্রিকেটীয় বিষয় নিয়ে আড্ডায় মাতেন টেন্ডুলকার ও লারা। সেই আড্ডায় ক্রিকেটের বিভিন্ন বিষয় উঠে আসে। আর সেখানেই এই বিষয় নিয়ে আলোচনা করেন তারা দুজন।

সেখানে শচীন বলেন, ‘আইসিসির একটি নিয়মের সাথে আমি একমত নই। তা’হল ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস)। লেগ বিফোরের সিদ্ধান্তে নিয়মটি আরও পরিবর্র্তন করতে হবে। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলানোর জন্য বলের অন্তত ৫০ শতাংশ স্ট্যাম্পে লাগতে হয়। এটা সঠিক নয় আমার মতে।

তিনি আরও বলেন, ‘ব্যাটসম্যান বা বোলাররা আম্পায়ারের সিদ্ধান্তে খুশি না হয়েই রিভিউ নিয়ে থাকে। তাই থার্ড আম্পায়ারের সিদ্ধান্তের উপর নির্ভর করে তারা। কারণ ডিআরএস’এ প্রযুক্তির ব্যবহার করা হয়। ঠিক যেমনটা হয় টেনিসে, হয় ভেতরে নয়তো বাইরে, মাঝামাঝি বলতে কিছু নেই। তেমনই ক্রিকেটে লেগ বিফোরের ক্ষেত্রে আরও পরিবর্তন প্রয়োজন।’

শচীনের কথার সাথে সুর মিলিয়েছেন লারাও। তিনি বলেন, ‘টেন্ডুলকারের কথায় যুক্তি আছে। একই ডেলিভারির ক্ষেত্রে মাঠের আম্পায়ার আউট দিলে রিভিউয়ের সিদ্ধান্ত এক রকম হয়, আবার আউট না দিলে অন্যরকম। আমার মনে হয়, রিভিউতে লেগ বিফোরে আরও নিখুঁত হওয়া উচিত। বর্তমানে নিয়ম পাল্টে আরও উন্নত করা উচিত আইসিসির।’

করোনাভাইরাসের কারণে ক্রিকেটে ডিআরএসের সুবিধা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। করোনার আগে টেস্টে ২টি, ওয়ানডে-টি-টোয়েন্টিতে ১টি করে রিভিউ নেওয়ার নিয়ম ছিল। তবে করোনার কারণে টেস্টে ৩টি, ওয়ানডে-টি-টোয়েন্টিতে ২টি করে রিভিউ নেওয়ার নিয়ম করেছে আইসিসি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রত্যাশার চেয়ে কম মূল্যে স্পন্সরশিপ পেল পিসিবি

প্রত্যাশার চেয়ে কম মূল্যে স্পন্সরশিপ পেল পিসিবি

করোনাভাইরাসে স্থগিত হওয়া বাংলাদেশের যত ম্যাচ

করোনাভাইরাসে স্থগিত হওয়া বাংলাদেশের যত ম্যাচ

সিপিএল আয়োজনে অনুমতি পেল ত্রিনিদান অ্যান্ড টোবাগো

সিপিএল আয়োজনে অনুমতি পেল ত্রিনিদান অ্যান্ড টোবাগো

আয়ারল্যান্ডের অনুশীলন দলে আফ্রিকান কার্টিস ক্যাম্পার

আয়ারল্যান্ডের অনুশীলন দলে আফ্রিকান কার্টিস ক্যাম্পার