বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় তিন মাসেরও বেশি সময় (১১৬ দিন) বন্ধ ছিল সকল ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটীয় ইভেন্ট। তবে শতভাগ করোনামুক্ত না হলেও দর্শকশূন্য স্টেডিয়ামে নিরাপত্তা বেষ্টনিতে মাঠে ফিরলো ক্রিকেট খেলা। বুধবার (৮ জুলাই) সাউথ্যাম্পটনের শুরু হয়েছে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ।
করোনা পরবর্তী এ ম্যাচে জার্সিতে বর্ণবাদের প্রতিবাদমূলক ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ প্রতীক নিয়ে মাঠে নামবে এটা আগে জানানো হয়েছিল। এবার খেলা শুরু হওয়ার আগেও মাঠে বর্ণবাদের প্রতিবাদ জানানো হলো।
বৃষ্টির কারণে আড়াই ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচের প্রথম বল মাঠে গড়ানো আগেই দুই দলের ক্রিকেটাররা হাঁটু গেঁড়ে বর্ণবাদের প্রতিবাদ করা হয়। মূলত জর্জ ফ্লয়েড হত্যার পর বর্ণবাদ বিরোধী আন্দোলনে নতুন মাত্রা পেয়েছে।
বর্ণবাদের প্রতিবাদ ছাড়াও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসে প্রাণ হারানো ‘শহীদ;দের প্রতি শ্রদ্ধা জানানো হয়। মাঠের মাঝে দাঁড়িয়ে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
চলতি বছরের ১৩ মার্চ সিডনিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। রুদ্ধদার স্টেডিয়ামে হওয়া ওই ম্যাচটি ৭১ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। করোনার কারণে সেটিই ছিল সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। ওই ম্যাচের ১৬৬ দিন পর আবারও মাঠে গড়ালো কোন আন্তর্জাতিক ম্যাচের ক্রিকেট বল।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]