পাওনা পরিশোধে টাইগার ক্রিকেটারদের অনুরোধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৬ এএম, ০৯ জুলাই ২০২০
পাওনা পরিশোধে টাইগার ক্রিকেটারদের অনুরোধ

ফাইল ফটো

দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনা পরিস্থিতিতে আগামী এক মাসের মধ্যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর কোনো সম্ভাবনা নেই। ফলে লিগ শুরুর দাবি না তুলে নিয়ম অনুযায়ী চুক্তির ৫০ শতাংশ অর্থ পরিশোধ করার অনুরোধ জানিয়েছেন ক্রিকেটররা।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) অনলাইন সভায় অংশ নিয়ে সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটাররা এ দাবি জানান। বুধবার (৮ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোয়াব এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চিরায়ত নিয়ম ও ট্রাডিশন অনুযায়ী প্রত্যেক দলের চুক্তিকৃত ক্রিকেটারদের পারিশ্রমিকের ৫০ ভাগ পরিশোধ করার কথা। কয়েকজন ক্রিকেটার ছাড়া বেশিরভাগ ক্লাবের ক্রিকেটাররাই টাকা পাননি। ফলে পাওনা টাকা আদায়ে ব্যবস্থা নিতে লিগের আয়োজক সিসিডিএমের কাছে ক্রিকেটারদের পক্ষ থেকে অনুরোধ করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, দেশের পরিস্থিতি যখনই স্বাভাবিক হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দিয়ে যেন ঘরোয়া ক্রিকেট শুরু হয়। সে বিষয়ে বিসিবিকে অনুরোধও করা হয়েছে।

চলতি বছরের ১৫ ও ১৬ মার্চ মাঠে গড়ায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম রাউন্ড। সেটিই দেশের ক্রিকেটারদের শেষ মাঠে নামা। এরপর করোনাভাইরাসের কারণে ঘরবন্দি হয়ে পড়ে দেশের ক্রিকেট। যা এখনো অব্যাহত রয়েছে।

জাতীয় দলের ক্রিকেটার ছাড়া লিগের ১২ ক্লাবের প্রায় দেড়শ ক্রিকেটারের রুটি-রুজির প্রধান উৎস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। তবে অনির্দিষ্টকালের জন্য সেটি বন্ধ হওয়ায় আর্থিক সঙ্কটে পড়েছেন ক্রিকেটাররা।

কোয়াবের অনলাইন সভায় বিসিবির পরিচালক ও সিসিডিএমের চেয়ারম্যান কাজি ইনাম আহমেদএবং বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিসিবির অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে কথা বলা ছাড়াও ক্রিকেটারদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

সভায় কোয়াব সভাপতি নাঈমুর রহমান দুর্জয়, সহ-সভাপতি খালেদ মাহমুদ সুজন, ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আব্দুর রাজ্জাক, তুষার ইমরান, জহুরুল ইসলাম অমি, নাসির হোসেন, এনামুল হক জুনিয়র, শাহরিয়ার নাফিস, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক সৈকত, আফিফ হোসন ধ্রুব ও নাঈম শেখ উপস্থিত ছিলেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অসচ্ছ্বল ক্রিকেটারদের পাশে কোয়াব

অসচ্ছ্বল ক্রিকেটারদের পাশে কোয়াব

বিশ্বকাপ জয়ী কোচকে রেখে দিল বিসিবি

বিশ্বকাপ জয়ী কোচকে রেখে দিল বিসিবি

স্টনিয়ারের সাথে চুক্তি বাড়ালো বিসিবি

স্টনিয়ারের সাথে চুক্তি বাড়ালো বিসিবি

ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং সরঞ্জাম দেবে বিসিবি

ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং সরঞ্জাম দেবে বিসিবি