আকবর আলীর নেতৃত্বে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ট্রফি জিতে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। ফাইনালে আকবর-ইমনদের দৃঢ়তায় ভারতের দেওয়া লক্ষ্য টপকে যায় টাইগাট যুবারা। আকবর-ইমনদের মতো টাইগাদের বিশ্বকাপ জয়ে বড় ভুমিকা ছিল টাইগার যুবাদের শ্রীলঙ্কান কোচ নাভিদ নওয়াজের।
দুই বছরের চুক্তিতে আসা নাভিদ নেওয়াজ টাইগার যুবাদের গড়ে তুলেন দুর্দান্তভাবে। তার সাফল্যও পেয়েছে বাংলাদেশ। যার ফলশ্রুতিতে প্রথমবারের মতো আইসিসির ট্রফি জয়।
যার হাত ধরে বাংলাদেশের এত বড় সাফল্য তাকে এত তাড়াতাড়ি কি করে ছাড়ে বাংলাদেশ। ভবিষ্যত যুবাদের পরিপক্ব করে তুলতে আবারও কোচের দায়িত্ব দেওয়া হয়েছে নাভিদ নেওয়াজকে। বিশ্বকাপে বড় সাফল্য এনে দেওয়ায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আস্থা অর্জন করায় তার সাথে চুক্তি নবায়ন করছে বিসিবি।
বিশ্বকাপ জয়ের পর পরই শোনা যাচ্ছিল কোচিং স্টাফদের সাথে চুক্তি নবায়ন করবে বিসিবি। দীর্ঘদিন কোন সাড়া শব্দ না মিললেও অবশেষে কাগজে কলমে তাদের সাথে চুক্তি সম্পন্ন করেছে বিসিবি। যেখানে তিন বছরের জন্য চুক্তি করা হয়েছ হেড কোচ নাভিদ নেওয়াজের সাথে। ২০২৩ সাল পর্যন্ত তাকে দেখা যাবে বাঘের ডেরায়।
নাভিদ নেওয়াজ ছাড়াও চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ রিচার্ড স্টনিয়ারের সাথে। ২০২২ সাল পর্যন্ত টাইগার যুবাদের নিয়ে কাজ করবেন এই ইংলিশ ট্রেনার।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]