চলতি বছরের জুনের শেষ দিকে ভারতের চন্ডিগড়ের গ্রামে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। টুর্নামেন্টটি ভারতে হলেও অনলাইনে দেখানো হয় তা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে। যা নিয়ে সংবাদমাধ্যমেও খবর প্রকাশ হয় যে, শ্রীলঙ্কায় ভুয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। তবে সেই রহস্য উদঘাটন করেছে পাঞ্জাব পুলিশ।
শ্রীলঙ্কার নামে আয়োজিত ওই ভুয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টির মূল হোতা ভারতের জুয়াড়ি রবীন্দ্র দান্দিওয়াল। মোহালিতে আয়োজিত ওই টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফিক্সিংয়ের অভিযোগে রবীন্দ্র দান্দিওয়ালকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়, দান্দিওয়াল ছাড়াও পঙ্কজ ও রাজু নামের আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, দান্দিওয়াল ভারতের রাজস্থানের বাসিন্দা এবং অতীতে তারা আরও বেশ কয়েকটি ভুয়া টুর্নামেন্ট পরিচালনা করেছিলেন। পুলিশ তার কাছ থেকে কয়েকটি ল্যাপটপ, মোবাইল ফোন এবং নথি জব্দ করেছে।
পুলিশ সুপার পল সিং সংবাদ সংস্থা পিটিআইকে জানান, টি-টোয়েন্টি ম্যাচের তদন্তে করতে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে ছাড়াও ইতোমধ্যে আরও দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো র্যাকেটে তার ভূমিকা সম্পর্কে আরও তদন্ত করা হচ্ছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিষয়টি তদন্ত করতে চন্ডীগড় ভ্রমণ করবে বিসিসিআইয়ের দুর্নীতি দমন ইউনিট। বিসিসিআইয়ের এসিইউ প্রধান অজিত সিংক পিটিআইকে বলেন, ‘পাঞ্জাব পুলিশের কাছে যেসব তথ্য আছে তা আমাদের কাছে পৌঁছে দেবে। যদি তাদের তদন্তে বা তাদের কাছ থেকে আমরা কিছু সংগ্রহ করতে পারি তবে তা সংগ্রহ করব। আমাদের দলটি দিল্লি থেকে আসবে।’
তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টি খেলায় ফিক্সিংয়ের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। খেলাটি শ্রীলঙ্কায় আয়োজিত হচ্ছে বলে প্রকাশ করা হলেও সেটি ভারতের সাওড়া গ্রামে চলছিল। আমরা তার কাছেও যেতে চাই, তবে তা পাঞ্জাব পুলিশের উপর নির্ভর করে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]