একজন ক্রিকেটারের ভালো পারফরম্যান্সের জন্য মানসিক দক্ষতা, ব্যাটিং বা বোলিং দক্ষতার পাশাপাশি ফিটনেসটা খুবই গুরুত্বপূর্ণ। ফিটনেস না থাকায় অনেক ক্রিকেটারই ব্যর্থ হয়েছেন, যার সংখ্যাটা অহরহ। আবার ফিটনেস লেভেলের কারণে আগের থেকে আরও বেশি সফলতা পেয়েছেন এমন ক্রিকেটারের সংখ্যাটাও নেহাত কম নয়।
২০১৮ সালে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের ট্রেনিং অ্যান্ড স্ট্রেংথেনিং কোচ হিসেবে যোগ দেন ইংলিশ কোচ রিচার্ড স্টনিয়ার। স্টনিয়ারের কাজে সন্তুষ্ট হয়ে তার সাথে আরও দুই বছরের জন্য চুক্তি বৃদ্ধি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে ২০২২ সাল পর্যন্ত বাঘের ডেরায় থাকতে দেখা যাবে এই ইংলিশম্যানকে।
যুব দলের সাথে যোগ দেওয়ার পর টাইগার যুবাদের ফিটনেসে আমূল পরিবর্তন এনে দিয়েছেন রিচার্ড। যার প্রমাণ মিলেছে যুব বিশ্বকাপে। ফিটনেস ট্রেনিং বাদেও আরও একটি কাজ সাবলীলভাবে করেছেন স্টনিয়ার। কখনও অনুশীলনে আবার কখনও ডাগআউটে বসে দলকে উজ্জীবিত করেছেন তিনি। যদিও এটি তার প্রধান কাজ নয়।
স্টনিয়ারের দুর্দান্ত কাজের ফলস্বরূপ আরও দুই বছরের জন্য চুক্তি করেছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
তিনি বলেন, ‘হ্যাঁ, তার সঙ্গে দুই বছরের চুক্তি বাড়ানো হয়েছে। এটা আমাদের আগেরই পরিকল্পনা। আমাদের অনূর্ধ্ব-১৯ দলের এই অর্জনের যারা অংশ তাদের সবারই চুক্তি বাড়ানোর আমাদের নীতিগত সিদ্ধান্ত আছে। সেই আলোকেই এটা হয়েছে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]