অনন্য এক মাইলফলকের সামনে রোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩১ এএম, ০৭ জুলাই ২০২০
অনন্য এক মাইলফলকের সামনে রোচ

দীর্ঘ অপেক্ষার পর ৮ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। যেখানে অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের ডান’হাতি পেসার কেমার রোচ। আর মাত্র ৭টি উইকেট পেলেই ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

১৯৯৪ সালের ২০ মার্চ শেষবার ওয়েস্ট ইন্ডিজের কোন পেসার টেস্ট ক্রিকেটে দু’শো উইকেটের মাইলফলক স্পর্শ করেছিল। ইংল্যান্ডের বিপক্ষে দু’শো উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছিলেন কিংবদন্তি পেসার কোর্টলি অ্যামব্রোস। অ্যামব্রোসের পর ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আর কোন পেসার দু’শো উইকেট পাননি। এবার সেই অপেক্ষা ঘুচানোর সুযোগ রয়েছে রোচের।

এখন পর্যন্ত ৫৬ ম্যাচ খেলে ১৯৩ উইকেট নিয়েছেন রোচ। আর মাত্র ৭ উইকেট শিকার করতে পারলেই ২০০ উইকেটের মালিক হবেন তিনি। সেই সাথে ২৬ বছরের অপেক্ষা ঘুচবে ওয়েস্ট ইন্ডিজের। দু’শো উইকেটের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় আছেন রোচও।

তিনি বলেন, ‘এটা অনেক বড় সম্মানের হবে। ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিংয়ের ইতিহাস বেশ সমৃদ্ধ। জোয়েল গার্নার, ম্যালকম মার্শাল, মাইকেল হোল্ডিং, অ্যান্ডি রবার্টস, কোর্টনি ওয়ালশ ও কোর্টলি অ্যামব্রোস বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি। তাদের তালিকায় আমার নাম উঠলে সেটি হবে গর্ব করার মতো বিষয়।’

৮ জুলাই থেকে এজ বোলে শুরু হচ্ছে তিন ম্যাচের রাইস দ্য ব্যাট টেস্ট সিরিজ। প্রথম টেস্ট শেষে বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ম্যানচেস্টারে ১৬ ও ২৪ তারিখে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের দল ঘোষণা

বর্ণবাদের প্রতিবাদের ধরণ নিয়ে ব্রাথওয়েটের বিস্ফোরক মন্তব্য

বর্ণবাদের প্রতিবাদের ধরণ নিয়ে ব্রাথওয়েটের বিস্ফোরক মন্তব্য

রিজার্ভ তালিকা থেকে টেস্ট দলে গ্যাব্রিয়েল

রিজার্ভ তালিকা থেকে টেস্ট দলে গ্যাব্রিয়েল

ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং সরঞ্জাম দেবে বিসিবি

ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং সরঞ্জাম দেবে বিসিবি