অধিনায়ক বিরাট কোহলি বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে স্বার্থের দ্বন্দ্বের (কনফ্লিক্ট অব ইনট্রেস্ট) অভিযোগ দাখিল করেছেন দেশটির মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য সঞ্জীব গুপ্তা। অভিযোগ প্রমাণিত হলে শাস্তির মুখোমুখি হতে হবে তাকে।
ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক নিয়োগকৃত লোধা কমিশনের সুপারিশ অনুসারে বিসিসিআই’র সাথে চুক্তিভুক্ত কেউ অন্য কোনো লাভজনক সংস্থার সাথে জড়িত থাকতে পারবেন না। কিন্তু বিসিসিআই’র প্রচলিত নিয়ম ভেঙেছেন কোহলি। যার কারণে কোহলির বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন গুপ্তা।
দাখিল করা অভিযোগপত্র ইতোমধ্যে বিসিসিআই’র এথিকস কর্মকর্তা অবসরপ্রাপ্ত বিচারপতি ডি কে জৈনের কাছে পৌঁছে গেছে। অভিযোগ প্রমাণিত হলে বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে পারেন কোহলি।
অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে ডি কে জৈন বলেছেন, ‘হ্যাঁ, আমরা কোহলির বিরুদ্ধে অভিযোগপত্র পেয়েছি। আমরা এ বিষয়ে খোঁজ নেওয়া শুরু করেছি। এটা পরীক্ষা করে ভেবে দেখবো, কী করা উচিত। যদি আমরা এর সত্যতা খুঁজে পাই, তবে কোহলির কাছে এ বিষয়ে জানতে চাওয়া হবে। আর তাকে উত্তর জানানোর সুযোগ দেওয়া হবে। সবার জন্য যে নিয়ম প্রযোজ্য, তার জন্যও একই নিয়ম থাকবে।’
জমা দেওয়ার অভিযোগপত্রে কোহলির বিরুদ্ধে গুপ্তা লিখেছেন, ‘কোহলি একই সাথে দু’টি পোস্ট অধিকার করে রেখেছেন। যা বিসিসআই’র ধারা ৩৮ (৪) এর সম্পূর্ণ বিপরীত। এ ধারাটি অনুমোদন দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।’
তবে বিসিসিআই’র এক কর্মকর্তা বলছেন ভিন্ন কথা। তিনি জানান, ‘কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভারতীয় বোর্ডকে ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করছে। যারা দেশের সেবা করছেন, তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য এমনটা করছে। এর পেছনে অন্য কোন উদ্দেশ্য আছে। আমরা সকল বিষয় খতিয়ে দেখবো।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]