ভারত-পাকিস্তানের দ্বৈরথ যেন শেষ হওয়ার নয়। কোন এক ইস্যু শেষ হতে না হতেই অন্য ইস্যুতে সরব হয় ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা। ভারতের সাথে পাকিস্তানের ক্রিকেট কিংবা রাজনৈতিক ইস্যু নিয়ে প্রায়শই কথা বলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
এবার ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে নতুন এক মন্তব্য করে বসলেন সাবেক এই অলরাউন্ডার। তিনি জানিয়েছেন, ভারতকে আমরা খুব সহজেই হারাতাম। হারতে হারতে তাদের এমন অবস্থা হতো যে, কয়েকবার ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররা ক্ষমা চেয়েছিল।
একটি ইউটিউব চ্যানেলের ক্রিক কাস্ট শো'তে আফ্রিদি বলেন, আমি ভারতের সাথে খেলতে সবসময়ই উপভোগ করতাম। আমরা তাদেরকে অনেকবার হারিয়েছি। আমরা তাদের এতটাই হারিয়েছি যে ম্যাচ শেষে তারা আমাদের কাছে ক্ষমা চাইতো।
তিনি আরও বলেন, আমি সবসময় ভার আর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে উপভোগ করেছি। আপনার চাপও থাকে। তারা ভালো দল আর বড় দল। তাদের কন্ডিশনে গিয়ে খেলা অনেক বড় বিষয়।'
ভারতের বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্সটাও দেখার মতোই। ভারতের বিপক্ষে খেলা ৫৯ টেস্টের ১২টিতে পাকিস্তান আর ৯টিতে জিতেছে ভারত, বাকি ৩৮ ম্যাচ ড্র হয়েছে। এদিকে ১৩২ ওয়ানডের মাঝে পাকিস্তানের জয় ৭৩টিতে আর ভারতের জয় ৫৫টিতে।
তবে টি-টোয়েন্টিতে এগিয়ে ভারত। ভারত-পাকিস্তানের ৮ দেখায় ভারতের ৬ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ১টিতে। এছাড়া বিশ্বকাপের মঞ্চে ভারতকে এখনও হারাতে পারেনি পাকিস্তান।
১৯৯৯ সালে পাকিস্তানের হয়ে অভিষেক হওয়ার পর ২০১৮ সালে ক্রিকেটকে বিদায় জানান আফ্রিদি। প্রায় ২০ বছরের এই ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে খেলেছেন ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৯ টি-টোয়েন্টি। এদিকে ভারতের বিপক্ষে খেলেছেন ৬৭ ওয়ানডেতে করেছেন ১৫২৪ রান আর ৮ টেস্টে করেছেন ৭০৯ রান।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]