প্রাণঘাতি করোনায় বন্ধ রয়েছে খেলাধুলা। ঘরবন্দি ক্রিকেটাররা নিজেদের ফিটনেস ধরে রাখায় ব্যস্ত। তবে মাঠে ক্রিকেট ফেরাতে শ্রীলঙ্কা ক্রিকেট দল শুরু করেছে অনুশীলন ক্যাম্প। এর মাঝে হঠাৎই বিপাকে পড়লেন শ্রীলঙ্কা জাতীয় দলের ডানহাতি ব্যাটসম্যান কুশল মেন্ডিস।
বেপরোয়া ড্রাইভিং করতে গিয়ে বাইকেল আরোহীর ওপর দিয়ে গাড়ি তুলে দিয়েছেন শ্রীলঙ্কান এ ক্রিকেটার। গুরুতর চোট পাওয়ায় মারা গেছেন ওই ব্যক্তি। ওই দুর্ঘটনার জেরে কুশল মেন্ডিসকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা পুলিশ।
রোববার (৫ জুলাই) ভোরে কলম্বোর দক্ষিণ পানাদুরায় এ ঘটনা ঘটে। কুশল মেন্ডিসের গ্রেপ্তার করার বিষয়টি পুলিশের মুখপাত্র এসএসপি জলিয়া সেনারত্নে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশের ওই মুখপাত্র জানান, মেন্ডিস ইতোমধ্যে একটি পরীক্ষার জন্য ডাক্তারের কাছে উপস্থিত হয়েছিলেন। পরবর্তী ৪৮ ঘণ্টার মাঝে তাকে স্থানীয় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।
লঙ্কান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কলম্বোর পানাদুরায় রোববার (৫ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়ার ৬৪ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি পানাদুরার গোরাকাপোলার বাসিন্দা।
২৫ বছর বয়সী এ লঙ্কান উইকেটরক্ষক-ব্যাটসম্যান এখন পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ৪৪ টেস্ট, ৭৬ ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। পাল্লেকেলেতে তিন সপ্তাহের অনুশীলন ক্যাম্পের দলেও রয়েছেন তিনি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]