ইংল্যান্ড গেলেন করোনামুক্ত পাকিস্তানের ছয়জন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৭ এএম, ০৪ জুলাই ২০২০
ইংল্যান্ড গেলেন করোনামুক্ত পাকিস্তানের ছয়জন

ফাইল ফটো

প্রাণঘাতি করোনাভাইরাস থেকে মুক্ত হওয়া পাকিস্তানের ছয় ক্রিকেটার ইংল্যান্ড পৌঁছেছে। তবে তারা এখনোই মূল স্কোয়াডের সাথে যুক্ত হতে পারছেন না। দলে যুক্ত হতে ইংল্যান্ডে আবারও করোনা পরীক্ষা দিয়ে নিজেদের কোভিড-১৯ নেগেটিভের প্রমাণ দিতে হবে।

শুক্রবার (৩ জুলাই) পাকিস্তান ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছয়জনের ইংল্যান্ড পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে প্রথমে করোনা পজিটিভ শনাক্ত হওয়া ১০ জনের মধ্যে ভালো হওয়া ছয়জন দলের সঙ্গে যোগ দিতে ইংল্যান্ডে পৌঁছেছেন। এখন তাদেরকে সেখানেও করোনা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় করোনা নেগেটিভ আসলে দলের সঙ্গে তাদেরকে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে।

ইংল্যান্ড যাওয়া ছয়জন হলেন- মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, শাদাব খান, মোহাম্মদ হাসনাইন, ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ান।

২৯ সদস্যের দল ঘোষণা করা হলেও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় নতুন একজন যোগ করে মোট ২০ জনকে নিয়ে ইংল্যান্ড সফরে গেছে পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ডে পৌঁছে তারাও ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করছেন।

কোয়ারেন্টাইন শেষে সেখানে আবারও করোনা পরীক্ষা দিয়ে ডার্বিশায়ারের দ্য ইনকোরা কাউন্টি গ্রাউন্ডে নিজেদের প্রস্তুতি সারবেন সফরকারীরা। এছাড়া মূল প্রতিযোগিতার আগে নিজেদের মধ্যে ৪ দিনের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পরিবারসহ করোনামুক্ত শহীদ আফ্রিদি

পরিবারসহ করোনামুক্ত শহীদ আফ্রিদি

ইংল্যান্ড সফরকে ‘ঐতিহাসিক’ বলছে পাকিস্তান

ইংল্যান্ড সফরকে ‘ঐতিহাসিক’ বলছে পাকিস্তান

পাকিস্তানের চেয়েও বাংলাদেশের ব্যাটিং বেশি পরিণত : আকিব জাভেদ

পাকিস্তানের চেয়েও বাংলাদেশের ব্যাটিং বেশি পরিণত : আকিব জাভেদ

সাকিবকে চ্যালেঞ্জ ছুড়লেন সাইফুদ্দিন

সাকিবকে চ্যালেঞ্জ ছুড়লেন সাইফুদ্দিন