জয়াবর্ধনেকে জিজ্ঞাসাবাদ না করেই তদন্তদের ইতি টানলো শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৫ এএম, ০৪ জুলাই ২০২০
জয়াবর্ধনেকে জিজ্ঞাসাবাদ না করেই তদন্তদের ইতি টানলো শ্রীলঙ্কা

২০১১ বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে বিক্রি করেছিল শ্রীলঙ্কা! দেশটির তৎকালীন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা আলুথগামাগের এমন গুরুতর অভিযোগে বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্তের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা সরকার। এরপরই জিজ্ঞাসাবাদের জন্য একে একে ডাকা হয় শ্রীলঙ্কার সাবেক ও বর্তমান ক্রিকেটারদের।

মূলত অভিযোগটি পাত্তা পায় সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা আলুথগামাগের দাবির কারণেই। কিন্তু যাদের সাথে কথা বলেছে তাদের জবানবন্দিতে ফিক্সিংয়ের মতো তেমন কিছু পায়নি তদন্ত কমিটি। যে কারণে তদন্তের ইতি টানেন লঙ্কান পুলিশ। এএফপিকে তদন্তকারী পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘ওরা যেভাবে ব্যাখ্যা দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট। এখন আমরা তদন্তের সমাপ্তি টেনে দিয়েছি।’

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ফাইনালে চারটি পরিবর্তন এনেছিল শ্রীলঙ্কা। এ নিয়েও আঙুল তুলেছেন অনেকে। তবে এর মূল কারণটি তদন্তকারী কর্মকর্তার কাছে তুলে ধরেছেন সংশ্লিষ্টরা। তবে জিজ্ঞাসাবাদে সুষ্ঠ ব্যাখ্যা পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে লঙ্কান পুলিশ।

এই জিজ্ঞাসাবাদ শেষে শ্রীলঙ্কার একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা অনেককেই জিজ্ঞাসাবাদ করেছি। ফাইনাল ম্যাচে কেন দলে বদল করা হয়েছিল সেই ব্যাখ্যা জানতে চেয়েছি। তারা ক্রিকেটীয় ব্যাখ্যা দিয়েছেন। সেই ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট। সব শুনে আমাদের কাছে মনে হয়েছে এখানে কোনো ভুল নেই। তদন্ত চালিয়ে আমরা কোথাও কারো কোনো দোষত্রুটির কোনো প্রমাণ পাইনি। এই তদন্ত আর হবে না বন্ধ।’

এর আগে কলম্বোতে মঙ্গলবার (৩০ জুন) ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় শ্রীলঙ্কার সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ও সাবেক এই অধিনায়ক এবং তখনকার প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাকে। ডি সিলভাকেকে ৬ ঘণ্টা জেরা করার পর বুধবার (১ জুলাই) জিজ্ঞাসাবাদ করা হয় বিশ্বকাপের ওই ফাইনাল ম্যাচে ৩০ মিনিট ক্রিজে থেকে ২০ বলে ২ রান করা ওপেনার উপুল থারাঙ্গাকে।

অরবিন্দ ডি সিলভা, উপুল থারাঙ্গা ও কুমার সাঙ্গাকারার পর শুক্রবার (৩ জুলাই) জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় ওই ম্যাচের সেঞ্চুরিয়ান মাহেলা জয়াবর্ধনেকে। পরে তিনি তদন্তকারী ইউনিটের কাছে একটি বিবৃতি জমা দিতে এসেছিলেন। এর আগে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমি সব রকমের সহযোগিতাই তাদের করবো।’ কিন্তু তদন্তকারী ইউনিট তার লিখিত বিবৃতিটি গ্রহণে অস্বীকার করে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ বিক্রি : মুখ খুললেন বিসিসিআই দুর্নীতি দমন ইউনিটের প্রধান

বিশ্বকাপ বিক্রি : মুখ খুললেন বিসিসিআই দুর্নীতি দমন ইউনিটের প্রধান

ক্যান্ডিতে ব্যাটসম্যানদের দাপট

ক্যান্ডিতে ব্যাটসম্যানদের দাপট

প্রিমিয়ার লিগ শুরুর পরিকল্পনায় শ্রীলঙ্কা

প্রিমিয়ার লিগ শুরুর পরিকল্পনায় শ্রীলঙ্কা

লালা নিষিদ্ধ, দর্শক নেই : কেমন হবে ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ

লালা নিষিদ্ধ, দর্শক নেই : কেমন হবে ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ