করোনা পরবর্তী সময়ে মাঠে ক্রিকেট ফেরাতে ৮ জুলাই থেকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে আতিথেয়তা দিবে ইংল্যান্ড। তিন ম্যাচের ‘রাইস দ্য ব্যাট’ টেস্ট সিরিজ শুরুর আগে নিজেদের মাঝে প্রস্ততি ম্যাচ খেলছে অনুশীলন ক্যাম্পে থাকা ক্রিকেটাররা। প্রস্ততি ম্যাচ চলাকালিন সময়ে অসুস্থ হয়ে পড়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কুরান।
বুধবার (১ জুলাই) শুরু হওয়া প্রস্ততি ম্যাচের প্রথম দিন খেলার পরই রাতে অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে অসুস্থ হওয়ার পর থেকে এজাজ বোলে নিজের ঘরে কোয়ারেন্টাইনে আছেন এই অলরাউন্ডার।
বৃহস্পতিবার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)
ইসিবি জানায়, ইংল্যান্ডের আন্তঃ-স্কোয়াড ওয়ার্ম-আপ ম্যাচে জোস বাটলারের দলের হয়ে খেলা স্যাম কুরান ম্যাচে আর অংশ নিতে পারবে না।
ওয়ার্ম-আপ ম্যাচ খেলার প্রথম দিন কুরান বাটলারের দলের হয়ে খেলেছেন কিন্তু ওই রাতে অসুস্থতা অনুভব করেছেন এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তবে ইসিবি জানিয়েছে, বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে এই অলরাউন্ডার আরও ভাল অনুভব করেছেন। তিনি (কুরান) মেডিকেল টিমের নজরদারিতে আছেন এবং আজ তিনি কোভিড -১৯ এর জন্য পরীক্ষা করিয়েছেন।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]