‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লোগো নিয়ে মাঠে নামবে ইংল্যান্ডও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৫ এএম, ০৩ জুলাই ২০২০
‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লোগো নিয়ে মাঠে নামবে ইংল্যান্ডও

কৃষ্ণাঙ্গ হওয়ায় সাবেক বাস্কেটবল তারকা জর্জ ফ্লয়েডকে হত্যা করে যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশ। তাকে হত্যার পর থেকেই বর্ণবাদ বিরোধী আন্দোলনে ফুঁসে উঠেছে পুরো বিশ্ব। প্রতিবাদ জানাতে পিছিয়ে নেই ক্রীড়াঙ্গনের মানুষেরাও। সেখানে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা যেন একটু বেশিই এগিয়ে। শুধু এককভাবে ক্রিকেটাররাই নয় প্রতিবাদ জানিয়েছে পুরো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

বর্ণবাদের প্রতিবাদস্বরুপ ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ‘রাইস দ্য ব্যাট’ টেস্ট সিরিজের জার্সিতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ প্রতীক ব্যবহার করবে ক্যারিবিয়ানরা। ক্যারিবিয়ানদের পর এবার নিজেদের জার্সিতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লোগো ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বৃহস্পতিবার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসন।

তিনি বলেন, ‘ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ব্ল্যাক লাইভস ম্যাটারের এই বার্তাকে পুরোপুরি সমর্থন করে। এটি সংহতির বার্তা, অগ্রগতি এবং সামাজিক পরিবর্তনের জন্য এটি একটি অভিযানে পরিণত হয়েছে। সমাজে বা আমাদের খেলাধুলায় বর্ণবাদের কোনও স্থান নেই এবং এটিকে মোকাবেলায় আমাদের আরও বেশি কিছু করতে হবে।’

‘আমরা আন্দোলনের এমন কয়েকটি বিষয় সম্পর্কে সচেতন যা তাদের নিজস্ব রাজনৈতিক মতামত প্রচার করে। ইসিবি এবং আমাদের খেলোয়াড়রা তাদের ক্রিয়াকলাপে কোনওভাবেই সমর্থন করে না।’

‘আমাদের বেশিরভাগ লোকেরা বুঝতে পারে না যে লোকেরা তাদের ত্বকের বর্ণের কারণে রায় দিলে বিএএমএ ব্যাকগ্রাউন্ডের ব্যক্তিরা কীভাবে যেতে হয়। গোষ্ঠী হিসাবে আমরা এ সম্পর্কে শিখছি এবং নিজেকে শিক্ষিত করছি।’

‘সবার জন্য সমান সুযোগ এবং সমান অধিকার থাকতে হবে। আমরা আশা করি এই অবস্থান তৈরির মাধ্যমে আমরা একটি দল হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে আমাদের ভূমিকা নিতে পারি এবং আমরা আশা করি সচেতনতা বাড়িয়ে আমরা এমন একটি সমাজের দিকে এগিয়ে যেতে পারি যেখানে আপনার ত্বকের রঙ এবং আপনার পটভূমির কোনও প্রভাব নেই।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পিটারসন-ফ্লিনটফের পাশে বসছেন স্টোকস

পিটারসন-ফ্লিনটফের পাশে বসছেন স্টোকস

লালা নিষিদ্ধ, দর্শক নেই : কেমন হবে ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ

লালা নিষিদ্ধ, দর্শক নেই : কেমন হবে ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ

ইংল্যান্ড সফর নিয়ে আশাবাদী ফিঞ্চ

ইংল্যান্ড সফর নিয়ে আশাবাদী ফিঞ্চ

মাঠে ফিরছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট, তারিখ চূড়ান্ত

মাঠে ফিরছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট, তারিখ চূড়ান্ত