৩০ জন অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটার চূড়ান্ত, বিশ্বকাপ নিয়ে শঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৩ এএম, ০৩ জুলাই ২০২০
৩০ জন অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটার চূড়ান্ত, বিশ্বকাপ নিয়ে শঙ্কা

কোভিড-১৯ মহামারির কারণে অনুশীলন পিছিয়ে গেলেও অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল গঠনের বিষয়ে খুব একটা চিন্তিত নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাণঘাতি এ ভাইরাসের কারণে অনিশ্চিত হয়ে গেছে মহিলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজনও। বাংলাদেশে ২০২১ সালে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্বকাপকে লক্ষ্যবস্থু করেই মূলত প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ নারী জাতীয় ক্রিকেট দল গঠন করতে চায় বাংলাদেশ। একইভাবে জাতীয় দল গঠনের পাইপলাইন সৃষ্টিও লক্ষ্য বোর্ডের।

গত বছরেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশে প্রথম নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের কথা জানিয়েছিলেন। অনূর্ধ্ব-১৯ দলকে কিভাবে পরিচালনা করা হবে সেটি নিয়েও একটি পরিকল্পনা প্রণয়ন করে রেখেছিল বিসিবি।

বোর্ডের নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, তারা ইতোমধ্যে ৩০ জন খেলোয়াড় বছাই করে রেখেছেন। মূলত বয়স ভিত্তিক ক্রিকেট থেকেই তাদেরকে অনূর্ধ্ব-১৯ দলের জন্য বাছাই করা হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসকে তিনি বলেন, ‘বিভিন্ন জেলার বিভিন্ন বয়সী দল থেকেই তাদের বাছাই করা হয়েছে। ব্যাপক যাচাই-বাছাই করেই মেয়েদের নির্বাচন করা হয়েছে। তারা আন্তর্জাতিক ক্রিকেটে সফলতা অর্জন করতে পারবে বলে আমাদের বিশ্বাস।’

নাদেল আরও বলেন, ‘সব প্রস্তুতি প্রায় শেষ করেই আমরা যখন অনুশীলন শুরুর প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই হানা দেয় কোভিড-১৯ মহামারি। মেয়েদের তাই নিজেদের বাড়িতে ব্যায়াম করে ফিটনেস ধরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তাদেরকে একটি গাইডলাইনও দেওয়া হয়েছে।’

এদিকে করোনাভাইরাসের কারণে নির্ধারিত সূচিতে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন নাদেল। বলেন, ‘আইসিসি এখনো এটি নিয়ে কোন কথা বলেনি। আমরাও কথা বলিনি। তবে এটি নির্ধারিত সময়ে আয়োজন করা যাবে বলে আমি মনে করি না। পরিস্থিতির নাটকিয় উন্নতি না হলে এটি আয়োজন করা কঠিন হবে।’

নাদেল বলেন, ‘তবে বিশ্বকাপ আয়োজিত না হলেও যে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল গঠন বাধাগ্রস্ত হবে, তা আমি মনে করি না। নারী বিশ্বকাপের দল গঠনের জন্য পাইপলাইন সমৃদ্ধ করতেও আমাদেরকে এ দল গঠন করতে হবে।’

তিনি বলেন, ‘দীর্ঘ সময় ধরে আমরা নারী ক্রিকেটকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি। এ জন্য অনেক পরিকল্পনা করা হয়েছে। ধীরে ধীরে আমাদের নারী দল বিশ্ব সেরাদের বিপক্ষে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে সক্ষম হবে। তাই আমরা মনে করি অনূর্ধ্ব-১৯ নারী দল গঠন করতে পারলে সেটি আমাদের কাজে আসবে।’

বিশ্বকাপ স্থগিত হলেও কোভিড-১৯ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অনুশীলনে নেমে পড়বে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। নাদেল বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা অনুশীলন শুরু করবে। অনুশীলনের জন্য আমরা ইতোমধ্যে একটি গাইডলাইন তৈরি করেছি। তাদেরকে বিশ্বমানের সুযোগ-সুবিধা দেওয়া হবে। যাতে তারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভেন্যু প্রস্তুতির কাজ অব্যাহত রেখেছে বিসিবি

ভেন্যু প্রস্তুতির কাজ অব্যাহত রেখেছে বিসিবি

বিসিবির করোনা অ্যাপে যুক্ত হচ্ছেন নারী ক্রিকেটাররাও

বিসিবির করোনা অ্যাপে যুক্ত হচ্ছেন নারী ক্রিকেটাররাও

নিজ দেশে দায়িত্ব নিলেন বাংলাদেশ নারী দলের কোচ

নিজ দেশে দায়িত্ব নিলেন বাংলাদেশ নারী দলের কোচ

বড় দলকে হারাতে সালমাদের আরও মানসিক শক্তি প্রয়োজন : আঞ্জু জৈন

বড় দলকে হারাতে সালমাদের আরও মানসিক শক্তি প্রয়োজন : আঞ্জু জৈন