কেনিয়া ক্রিকেটে গণপদত্যাগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০২ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৮
কেনিয়া ক্রিকেটে গণপদত্যাগ

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় ক্রিকেটে গণপদত্যাগের ঘটনা ঘটেছে। দলের খারাপ পারফরমেন্সের কারণে দেশটির ক্রিকেট দলের অধিনায়ক, কোচ এবং বোর্ড সভাপতি পদত্যাগ করেছেন।

কিছুদিন আগে নামিবিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন টু’তে কোন ম্যাচে জয় না পাওয়ার পর দেশে ফিরে অধিনায়ক রাকেপ প্যাটেল, কোচ টমাস ওদোয়ো এবং কেনিয়া বোর্ড নভাপতি জ্যাকি জানমোহাম্মেদ পদত্যাগ করেছেন।

ছয় দল নিয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টে পয়েন্ট তালিকার তলানিতে থেকে ডিভিশন থ্রি’তে নেমে গেছে কেনিয়া। এমনকি টুর্নামেন্টে রান বিবেচনায় সবচেয়ে বড় ব্যবধানের হারটিও কেনিয়ার। সংযুক্ত আরব আমিরাতের কাছে ২১৮ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে এক সময় ক্রিকেটের উদীয়মান সিংহ হিসেবে পরিচিত দলটি।

এমন অবস্থায় দলের দায়িত্ব পালন করা কঠিন মনে করছেন কেনিয়ার হয়ে বিশ্বকাপ খেলা ওদোয়ো। স্থানীয় ডেইলি নেশন পত্রিকাকে তিনি বলেন, ‘নামিবিয়ায় একটি সপ্তাহ মানসিক যন্ত্রনার মধ্যে কেটেছে। এটা ছিল খুব কষ্টের এবং এমন অবস্থা কারো জীবনে যেন না আসে। খারাপ পারফরমেন্সর সব রেকর্ড আমরা ভেঙেছি।’


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফির পেস তান্ডবে আবাহানীর জয়

মাশরাফির পেস তান্ডবে আবাহানীর জয়

প্রস্তুত ওয়ালশ, চান ধারাবাহিকতা

প্রস্তুত ওয়ালশ, চান ধারাবাহিকতা

টি-টোয়েন্টির সমর্থনে শচীন-সৌরভ

টি-টোয়েন্টির সমর্থনে শচীন-সৌরভ

পিএসএল অভিষেকেও মোস্তাফিজের চমক

পিএসএল অভিষেকেও মোস্তাফিজের চমক