নিউজিল্যান্ডের ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন পিটার ফুলটন। ঘরোয়া প্রথম শ্রেণির দল ক্যান্টারবুরি পুরুষ দলের প্রধান কোচ হতেই তিনি জাতীয় দল থেকে সড়ে দাঁড়িয়েছেন।
নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানায়, ঘরোয়া প্রথম শ্রেণির দল ক্যান্টারবুরির প্রধান কোচ হতে আগ্রহী ফুলটন। তাই জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন তিনি। ১ অগাস্ট থেকে কেন্টাবুরির প্রধান কোচের দায়িত্ব শুরু করবেন ফুলটন।
ইংল্যান্ডে হয়ে যাওয়া গত বছরের বিশ্বকাপ শেষে ক্রেইগ ম্যাকমিলানের পরিবর্তে নিউজিল্যান্ড দলের ব্যাটিং কোচের দায়িত্ব নেন ফুলটন।
জাতীয় দলের সঙ্গে কাজ করতে পারাটা উপভোগ করছেন বলে জানান ফুলটন। বলেন, ‘জাতীয় দলের সাথে সময়টা দারুণ কেটেছে। এটি আমার জন্য বড় সম্মানের ছিল। কোচিং ক্যারিয়ারকে আরও এক ধাপ এগিয়ে নিতেই ও নতুন অভিজ্ঞতার জন্যই কেন্টবুরিতে যোগ দিচ্ছি।’
নিউজিল্যান্ডের দায়িত্ব নেওয়ার পর শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে সিরিজে কাজ করেছেন ফুলটন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]