টানা দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যানের পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি শশাঙ্ক মনোহর। তার পদত্যাগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আইসিসির সাবেক সভাপতি এন শ্রীনিবাসন। ‘তিন মোড়ল’ প্রথা ভাঙার পর থেকেই মনোহরকে ভারতীয় ক্রিকেটের শত্রু বলে আসছেন তিনি।
বিগ থ্রি ভেঙে দেওয়ায় মনোহরকে ‘ভারত-বিরোধী’ আখ্যাও দিয়েছিলেন শ্রীনিবাসন। মনোহরের কারণে ভারতীয় ক্রিকেটের লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে বলেও মনে করেন তিনি।
শ্রীনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, সে (শশাঙ্ক মনোহর) ভারতীয় ক্রিকেটের অনেক ক্ষতি করেছে। আর্থিকভাবে ভারতকে আঘাত করেছে। আইসিসিতে ভারতের সুযোগ কমিয়ে দিয়েছে। সে একজন ভারত-বিরোধী ও বিশ্ব ক্রিকেটে ভারতের গুরুত্ব কমেছে তার জন্যই। সে এখন পালিয়ে যাচ্ছে, কারণ সে জানে যে ভারতীয় ক্রিকেটে তাকে কেউ সম্মান করে না।’
আইসিসির সভাপতি হিসেবে মঙ্গলবার (৩০ জুন) ছিল মনোহরের শেষ দিন। শেষ কর্মদিবসের পরদিনই নিজের পদ থেকে সরে দাঁড়ান মনোহর।
২০১৫ সালে বিতর্কিত ‘তিন মোড়ল’ নীতি প্রণয়ন করে বিশ্ব ক্রিকেট পরিচালনার ক্ষমতা দখলে নিয়েছিল ভারত-অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ক্রিকেটে ‘বিগ থ্রি’ মডেল দাঁড় করিয়েছিলেন শ্রীনিবাসনই। তবে মনোহর দায়িত্ব নিয়েই ‘বিগ থ্রি’ মডেল ভেঙে দেন।
শ্রীনিবাসন বলেন, ‘নিজের কথা চিন্তা করেই ভারতীয় ক্রিকেটের দু’র্দিনে বিসিসিআই ছেড়ে ‘২০১৫ সালে আইসিসি’র দায়িত্ব গ্রহণ করেছিল মনোহর। সে জানতো ভারতের ক্রিকেটের বড় পদ পাবে না। তাই সিঁড়ি হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিলের জন্য সে পালিয়ে গিয়েছিল।’
মনোহরের পদত্যাগের খবর এক বিবৃতির মাধ্যমে বুধবার সন্ধ্যায় জানায় আইসিসি। তারা বলে, ‘দুই মেয়াদে চার বছর আইসিসির দায়িত্ব পালনের পর সড়ে দাঁড়ালেন মনোহর। নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ইমরান খাজা।’
এছাড়া আইসিসি আগামী সপ্তাহের মধ্যে মনোহরের স্থলাভিষিক্ত খোঁজার প্রক্রিয়া শুরু করবে বলেও জানানো হয়।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]