চাকরি হারাতে হচ্ছে না সিমন্সকে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৮ এএম, ০৩ জুলাই ২০২০
চাকরি হারাতে হচ্ছে না সিমন্সকে

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য সুরক্ষায় মানতে হচ্ছে ব্রিটিশ সরকারে নানাবিধ বিধি-নিষেধ। তবে এর মাঝেই এক কান্ড ঘটিয়ে বসেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের হেড কোচ ফিল সিমন্স।

দ্বিতীয় অনুশীলন ম্যাচ শুরুর আগে শুক্রবার (২৬ জুন) ম্যানচেস্টারের ‘জীবাণু মুক্ত’ টিম হোটেল থেকে বেরিয়ে শ্বশুরবাড়ির একটি শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হেড কোচ ফিল সিমন্স। যা ইংল্যান্ডের ডেইলি মেইলে খবর প্রকাশ করার পর ওয়েস্ট ইন্ডিজ দলের এক মুখপাত্র শনিবার (২৭ জুন) নিশ্চিত করেন।

তিনি জানান, গত শুক্রবার (২৬ জুন) হোটেল ছেড়ে ওই শেষকৃত্যে যোগ দিয়েছিলেন সিমন্স। দুই দফায় কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ আসার পর বৃহস্পতিবার (২ জুলাই) দলের অনুশীলনে যোগ দিতে পারবেন তিনি।

শ্বশুরবাড়ির একটি জানাজায় অংশ নেওয়ায় ‘তাৎক্ষণিকভাবে অপসারণ’ করার দাবি তুলেছিলেন বার্বাডোস অ্যাসোসিয়েশনের প্রধান কনডে রিলে। তিনি জানিয়েছিলেন, কোভিড -১৯ মহামারীর মধ্যে জানাজায় অংশ নেওয়া ‘বেআইনী ও বেপরোয়া’ কান্ড ছিল।

তবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছেন, একটি জানাজায় অংশ নেওয়ার পর বার্বোডোস অ্যাসোসিয়েশনের প্রধান ‘তাৎক্ষণিকভাবে অপসারণ’ দাবি সত্ত্বেও ফিল সিমন্সের চাকরি নিরাপদ, তাকে চাকরি হারাতে হচ্ছে না।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি রিকি স্কেরিট বলেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করতে চাই যে ফিল সিমন্স এখনও বোর্ডের পূর্ণ সমর্থন পাচ্ছে। যখন সমস্ত কিছু বলা হয়ে থাকে আর ঘটে যায়, তখন সিমন্সের কাজ কোনভাবেই চিঠির দ্বারা হুমকির সম্মুখীন হয় না।

তিনি আরও বলেন, তিনি এখনও আমাদের সেরা মানুষ। তার এই কাজ আমাদের ব্যাহত করবে না। এটি আমাদের টেস্ট সিরিজ খেলতে আরও শক্তিশালী করে তুলবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যান্ডিতে ব্যাটসম্যানদের দাপট

ক্যান্ডিতে ব্যাটসম্যানদের দাপট

মাঠে ফিরছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট, তারিখ চূড়ান্ত

মাঠে ফিরছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট, তারিখ চূড়ান্ত

প্রথম টেস্টে থাকছেন না রুট, অধিনায়কত্বে স্টোকস

প্রথম টেস্টে থাকছেন না রুট, অধিনায়কত্বে স্টোকস

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তদন্ত শুরু করলো শ্রীলঙ্কা সরকার

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তদন্ত শুরু করলো শ্রীলঙ্কা সরকার