২০১১ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছে শ্রীলংকা! সম্প্রতি এমন মন্তব্য করেন, দেশটির সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা অথুলগামাগে। তার এমন মন্তব্যের বিরোধিতা করেন ওই বিশ্বকাপ ফাইনাল খেলা শ্রীলঙ্কার দুই সেরা খেলোয়াড় অধিনায়ক কুমার সাঙ্গাকারা এবং সেঞ্চুরিয়ান মাহেলা জয়াবর্ধনে। ফাইনাল পাতানোর প্রমানও চান তারা দুজন।
এতে নড়েচড়ে বসে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ও সে দেশের সরকার। তাই ফাইনাল তদন্তের কথা জানান তারা। অবশেষে ২০১১ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল নিয়ে তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কা সরকার। শ্রীলঙ্কার পুলিশের ইন্ডিপেনডেন্ট স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট ওই ফাইনাল নিয়ে তদন্ত শুরু করেছে।
স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও সেই সময়ের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাকে তদন্ত কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের জন্য ডাকা হয়েছে। সাক্ষাতের জন্য যে ডাকা হয়েছে, এমনটা নিজেই জানান ডি সিলভা। তিনি বলেন, ‘আমি তদন্তে সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’
অবশ্য সম্প্রতি ডি সিলভাও জানান, ওই ফাইনাল নিয়ে যে ধরনের অভিযোগ উঠেছে, তাতে ফাইনালটির তদন্ত করা উচিত।
অথুলগামাগের আগে ২০১৭ সালে ওই ফাইনাল নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ১৯৯৬ সালে বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাও।
অবশ্য ফাইনাল নিয়ে অভিযোগ তুলে এখন সুর নরম করেছেন অথুলগামাগে। কিন্তু তাতে কাজ হবে না বলেও জানান জয়াবর্ধনে। তিনি বলেন, ‘সুর পাল্টে ফেললে হবে না অথুলগামাগের। অভিযোগের আঙ্গুল যখন উঠেছে, তখন এর তদন্ত করতে হবে এবং প্রমাণ দিতে হবে। নয়তো ওই ফাইনাল নিয়ে মিথ্যা অভিযোগের সাথে আমরা জড়িয়ে যাবো।’
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওই ফাইনালে প্রথমে ব্যাট করে জয়াবর্ধনের সেঞ্চুরিতে ২৭৪ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে গৌতম গম্ভীরের ৯৭ এবং অধিনায়ক মহন্দ্রে সিং ধোনির অপরাজিত ৯১ রানে ১০ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় ভারত। ১৯৮৩ সালের পর দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে ভারত।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]