নিজেদের বোর্ডের নাম লিখতে গিয়ে ভুল করে বসলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) লিখতে গিয়ে লিখে ফেললো ‘পাকিয়াতান ক্রিকেট বোর্ড। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।
করোনা পরবর্তী সময়ে প্রথমবারের মতো মাঠে নামার লক্ষ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সোমবার ইংল্যান্ডে পৌঁছায় পাকিস্তান ক্রিকেট দল। চার্টার্ড বিমানে যাওয়া খেলোয়াড়দের ছবি দিয়ে নিজেদের অফিসিয়াল টুইটারে টুইট করে পিসিবি।
টুইট বার্তায় ছবি উপরে ক্যাপশনে পাকিস্তান লিখতে গিয়ে ভুলে ‘পাকিয়াতান’ লিখে ফেলে বোর্ড। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। সে দেশের ক্রিকেট ভক্তরাই লিখেন, করোনায় মাথা বিগড়ে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। মোহাম্মদ হাফিজকে নিয়ে করোনা পরীক্ষা রিপোর্ট দিয়ে কত নাটকই-না করলো পিসিবি। এবার বোর্ডের নামই বদলে দিলো। ইংল্যান্ডে থাকা দলের খেলোয়াড়দের নিয়ে আবার-না কত কিছু ঘটে।
এদিকে ইংল্যান্ডে পৌঁছে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে আছেন আজহার-বাবররা। কোয়ারেন্টাইন শেষে সেখানে আবারও করোনা পরীক্ষা দিয়ে ডার্বিশায়ারের দ্য ইনকোরা কাউন্টি গ্রাউন্ডে নিজেদের প্রস্তুতি সারবে সফরকারীরা। এছাড়া মূল প্রতিযোগিতার আগে নিজেদের মধ্যে ৪ দিনের দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা।
পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের সূচি
টেস্ট সিরিজ
প্রথম টেস্ট : ৫-৯ আগস্ট, ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড
দ্বিতীয় টেস্ট : ১৩-১৭ আগস্ট, সাউদাম্পটনের এজ বোল
তৃতীয় টেস্ট : ২১-২৫ আগস্ট, সাউদাম্পটনের এজ বোল।
টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-টোয়েন্টি : ২৯ আগস্ট, সাউদাম্পটনের এজ বোল
দ্বিতীয় টি-টোয়েন্টি : ৩১ আগস্ট, সাউদাম্পটনের এজ বোল
তৃতীয় টি-টোয়েন্টি : ২ সেপ্টেম্বর, সাউদাম্পটনের এজ বোল।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]